মেদিনীপুরে সংগীতানুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান চলাকালীন চরম হেনস্থার শিকার গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)! গান গাইতে গাইতে আচমকা মঞ্চ থেকে নেমে তিনি দর্শকদের সঙ্গে যখন হাত মেলাতে যান তখন তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল (সত্যতা যাচাই করা হয়নি)।

গোটা বিষয়টি নিয়ে অনুষ্ঠানের মাঝে ক্ষোভ উগরে দেন গায়ক। তিনি মাইক্রোফোন হাতে নিয়েই বলেন এই ধরনের আচরণ কোনভাবেই বরদাস্ত করা যাবে না। যদিও এখনও পর্যন্ত শিল্পী তরফে অফিসিয়াল কোনও অভিযোগ দায়ের না হওয়ায় এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা যাচ্ছে। উদ্যোক্তারা বলছেন স্নিগ্ধজিতের নিরাপত্তার কথা ভেবেই তাঁকে মঞ্চে ফিরে যাওয়ার কথা বলা হয়েছিল, কোনও রকমের ধাক্কা দেওয়া হয়নি।

–

–

–

–

–

–

–

–


