জল্পনা চলছিলই, শেষমেশ তাতে সিলমোহর দিল রাজ্য সরকার।খড়্গপুর পুরবোর্ড ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা খড়্গপুর মহকুমাশাসকের দফতরে এসে পৌঁছয়। নতুন ব্যবস্থা অনুযায়ী, এখন থেকে খড়্গপুর পুরসভার যাবতীয় প্রশাসনিক দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক। তাঁকেই পুর প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
নবান্ন সূত্রে খবর, খড়্গপুর পুরসভার কাজকর্ম এবং সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘ দিন ধরেই একাধিক খামতি ধরা পড়ছিল। এই পরিস্থিতির প্রেক্ষিতে গত ২১ ডিসেম্বর পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে খড়্গপুর পুরসভাকে একটি কারণ দর্শানোর নোটিশ বা শোকজ পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে পুরবোর্ড সেই নোটিশের উত্তর দিলেও, তাতে সন্তুষ্ট হতে পারেননি দফতরের আধিকারিকরা। এর পরেই কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় রাজ্য। বৃহস্পতিবার সন্ধ্যায় মহকুমাশাসকের দফতরে আসা চিঠিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বর্তমান বোর্ডকে সরিয়ে প্রশাসনের হাতেই পরিচালনার ভার তুলে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- সাক্ষী হয়েও শ্রীঘরে! নন্দীগ্রামের বিজেপি কর্মীর পাশে তৃণমূল, জামিন পেয়ে ঘরে ফিরলেন ইন্দুবালা
_
_

_

_

_

_

_

_



