২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী (Netaji Subhash Chandra Bose Birth Anniversary) উপলক্ষে সোশ্যাল মিডিয়া দীর্ঘ পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশনায়ককে প্রকৃত অর্থে সম্মান জানাতে হলে ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতির আদর্শকে অনুসরণ করার কথা লেখেন তিনি। পাশাপাশি নেতাজি অন্তর্দান রহস্য সম্পর্কিত সব তথ্য সকলের সামনে তুলে ধরার জন্য কেন্দ্রের কাছে আবেদনও করেন।

দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।
বাংলা তথা গোটা দেশ তথা সারা বিশ্বের কাছে নেতাজি মানে একটা আবেগ। মানুষ তাঁকে কখনও ভোলেনি, ভুলবেও না।
তিনি জানতেন দেশ মানে শুধু হিন্দু নয়, দেশ মানে শুধু মুসলিম নয় – দেশ মানে পুরুষ,…
— Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2026
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সরস্বতী পুজো (Saraswati Puja) ও বসন্ত পঞ্চমীর শুভেচ্ছাও পোস্ট করেছেন মমতা। বাগদেবীর আরাধোনায় মেতেছে বাঙালি, সরস্বতী বন্দনায় একটি গান লিখেছেন মুখ্যমন্ত্রী। সুরও দিয়েছেন তিনি। অদিতি মুন্সীর কন্ঠে গাওয়া সেই গান পোস্ট করে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

“আজ বসন্ত পঞ্চমীতে
যৌবন এসো নতুন স্রোতে,
ভেঙ্গে ফেলো বাধা বিঘ্ন
হতাশাকে করো ছিন্ন। “সকলকে জানাই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং অদিতি মুন্সীর গাওয়া সরস্বতী পুজোর একটি গান শেয়ার করে… pic.twitter.com/VoCxpglF5D
— Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2026
–

–

–

–

–

–

–

–


