সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলা দল(Bengal)। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল সঞ্জয় সেনের দল। নাগাল্যান্ডকে ৪ গোল দিয়ে চলতি সন্তোষ ট্রফি শুরু করেছিল বঙ্গ ব্রিগেড। দ্বিতীয় ম্যাচে অবশ্য ততটা সহজ জয় এল না। উত্তরাখণ্ডের বিরুদ্ধে গোল পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হল সঞ্জয়ের ছেলেদের।

চোট থাকায় প্রথম একাদশে ছিলেন না উত্তম হাঁসদা। উত্তম ছাড়া প্রথম একাদশে পরিবর্তন আনেননি বাংলা কোচ। মনে করা হয়েছিল বহু যুদ্ধের নায়ক নরহরি প্রথম একাদশে থাকবেন। অনেকটা অবাক করেই কোচ সঞ্জয় সেন তাঁকে প্রথম এগারোয় রাখেননি। হয়তো তুরুপের তাস আড়ালে রেখেছিলেন। তাঁকে ব্যবহার করলেন একে বারে শেষ মুহূর্তে।

প্রথম ৪৫ মিনিট ছিল ০-০। দ্বিতীয় পর্বের সময়েও বাংলা গোল করতে ব্যর্থ হচ্ছিল। অভিজ্ঞ নরহরিকে নামিয়ে চমক দিলেন পোর খাওয়া সঞ্জয়। ম্যাচের অতিরিক্ত সময়ে তাঁর গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করল বাংলা দল(Bengal)।

বাংলার কোচ সঞ্জয় সেন ম্যাচের পর বলেন, প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচ সহজ হবেনা, অনুমান আগেই করেছিলেন। ছেলেদের প্রস্তুত থাকতে বলেছিলেন। ছেলেটা ধৈর্য রাখতে পেরেছিল বলে শেষ মুহূর্তে জয় এসেছে। বাংলার পরের ম্যাচ আগামী রবিবার রাজস্থানের বিরুদ্ধে।

–

–

–

–

–

–


