Sunday, January 25, 2026

হিন্দুত্ববাদী সংগঠনের হেনস্তার অভিযোগ! যোগীরাজ্যে রেস্তোরাঁর তিনতলা থেকে ঝাঁপ যুবক-যুবতীর 

Date:

Share post:

যোগীরাজ্যের নগ্ন রূপ প্রকাশ্যে! হিন্দুত্ববাদের নামে চলছে গুণ্ডাগিরি। উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার কান্ত পুলিশ থানা এলাকার অন্তর্গত বেরিলি মোড় এলাকায় তিনতলার পিৎজ়ার দোকান থেকে এক যুগলের ঝাঁপ দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা দেশে। শনিবার সন্ধ্যায় এক হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা দু’জনকে রেস্তোরাঁয় একসঙ্গে বসে থাকতে দেখে হঠাৎ করেই বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে। এখানেই শেষ নয়, মোবাইল বের করে তাঁরা ছবিও তোলেন তাঁদের বলে অভিযোগ। রীতিমত ভয় পেয়ে ওই যুগল রেস্তোরাঁর তিনতলার জানালা থেকে ঝাঁপ দেন এমনটাই জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ১৯ বছরের এক তরুণী ২১ বছরের এক যুবকের সঙ্গে শাহজাহানপুরের বেরিলি মোড় এলাকার একটি রেস্তোরাঁয় খেতে যান। খাবার অর্ডার দেওয়ার পর তাঁরা অপেক্ষা করছিলেন এবং নিজেদের মধ্যে গল্পে মশগুল ছিলেন। হঠাৎ এক হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা এসে তাঁদের ঘিরে ধরে নানা প্রশ্ন শুরু করেন। এমনকি তাঁদের জাতি-ধর্ম তুলে প্রশ্ন করা হয় বলে অভিযোগ জানিয়েছেন ওই যুগল। তাঁদের ছবি এবং ভিডিয়ো তুলতে শুরু করেন তারা। ভয় পেয়ে রেস্তোরাঁর জানালার সার্সি খুলে সেখান থেকে নীচে ঝাঁপ দেন যুবক। সেই সঙ্গে ঝাঁপ দেন তরুণীও। ঘটনার পরে ওই যুগলকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই আপাতত চিকিৎসাধীন তাঁরা।

পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি এই ঘটনায়। কোনও বিশেষ ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে কোনও অভিযোগ করা হয়নি। পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনার নিন্দায় সরব হয়েছে দেশজুড়ে মানুষ। এভাবে কোন রেস্তোরায় ঢুকে কাউকে প্রশ্ন করা যায় কিনা বা অনুমতি ছাড়া ছবি ভিডিও তোলা যায় কিনা সেই নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন – ডার্বির নায়ক রিকি, দশ জনে খেলেও বাগানকে হারাল ইস্টবেঙ্গল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কুয়াশাঘেরা কার্শিয়াংয়ের অরণ্যে ক্যামেরায় ধরা দিল ২ ব্ল্যাক প্যান্থার 

কুয়াশাঘেরা কার্শিয়াংয়ের পাহাড়ি অরণ্যে দেখা মিলল জোড়া ‘কালপুরুষের’। দীর্ঘ সময় পর ফের এই রহস্যময় চিতার দর্শন মেলায় রীতিমতো...

বাংলা থেকে ১১ পদ্ম সম্মান: পদ্মভূষণ-বিভূষণে ব্রাত্য

প্রজাতন্ত্র দিবসে রীতি মেনে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মানে ভূষিত করা হবে। কেন্দ্রের তরফে রবিবারই...

প্রয়াত বিবিসির সাংবাদিক মার্ক টুলি: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

বিবিসি-র প্রাক্তন সাংবাদিক মার্ক টুলির প্রয়াণে অবসান হল একটি যুগের। স্বাধীনতার পরবর্তী সময় থেকে বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত ভারতের...

থাকছে দেশীয় প্রযুক্তির প্রদর্শনী! সাধারণতন্ত্র দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ রেড রোডে

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এ বারও কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ। জাতীয় নিরাপত্তা,...