বুধবার সকালে মহারাষ্ট্রের (Maharastra) বারামতিতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ আরও কয়েকজন প্রথম সারির নেতাদের। ঘটনার শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President of India), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ আরও অনেকে।

महाराष्ट्र के बारामती में एक विमान दुर्घटना में महाराष्ट्र के उप मुख्यमंत्री, श्री अजित पवार समेत कई लोगों की मृत्यु का समाचार अत्यंत दुखद है। अजित पवार जी का असामयिक निधन एक अपूरणीय क्षति है। उन्हें महाराष्ट्र के विकास में, विशेषकर सहकारी क्षेत्र में, विशेष योगदान के लिए सदैव…
— President of India (@rashtrapatibhvn) January 28, 2026
সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক প্রকাশ করে লিখেছেন, এই দুর্ঘটনায় অজিত পাওয়ারের অকারণ প্রয়াণ অপূরণীয় ক্ষতি। বিশেষ করে মহারাষ্ট্রের উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মৃতদের পরিবার-পরিজন সমর্থক ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি। আরও পড়ুন: অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করে সঠিক তদন্তের দাবি বাংলার মুখ্যমন্ত্রীর

Saddened by the tragic air crash in Baramati, Maharashtra. My thoughts are with all those who lost their loved ones in the crash. Praying for strength and courage for the bereaved families in this moment of profound grief.
— Narendra Modi (@narendramodi) January 28, 2026
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে লিখেছেন, বারামতির এই বিমান দুর্ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত। দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পাশে থাকার কথা জানান তিনি। এই মর্মান্তিক সময়ে শোকাহত পরিবার গুলির জন্য শক্তি ও সাহস প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

Deeply shocked and pained to learn about the untimely demise of Maharashtra’s Deputy Chief Minister, Shri Ajit Pawar.
Throughout his long public life, he remained committed to the development and prosperity of Maharashtra. He was known for his compassion for the people and his…
— Rajnath Singh (@rajnathsingh) January 28, 2026
শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনাতে তিনি গভীরভাবে ব্যথিত। তাঁর দীর্ঘ জনজীবন জুড়ে, তিনি মহারাষ্ট্রের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি প্রতিশ্রুতির কথা স্মরণ করেন। প্রতিরক্ষামন্ত্রী তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

महाराष्ट्र के उप मुख्यमंत्री श्री अजित पवार जी और उनके सहयात्रियों की आज हवाई जहाज दुर्घटना में निधन का समाचार अत्यंत पीड़ादायक है।
इस शोक के पल में महाराष्ट्र की जनता के साथ हूं। समस्त पवार परिवार और प्रियजनों को इस दुख की घड़ी में अपनी संवेदनाएं व्यक्त करता हूं।
— Rahul Gandhi (@RahulGandhi) January 28, 2026
ঘটনায় শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। জানান, এই দুর্ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। তিনি মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন।

–

–

–

–

–
–
–
–
–
–


