উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের উদ্যোগে আয়োজিত হল ১২ জন কন্যার গণবিবাহ। বুধবার রাতের এই অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকায় ছিল উৎসবের মেজাজ। আলোকসজ্জা এবং শঙ্খধ্বনির মধ্যে দিয়ে চিরাচরিত রীতি মেনেই সম্পন্ন হল এই শুভ পরিণয়। নবদম্পতিদের আশীর্বাদ করার পাশাপাশি তাঁদের হাতে শ্রীকৃষ্ণরূপী জগন্নাথদেবের মূর্তিও উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

গণবিবাহের আসরে যোগ দিয়ে সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির দেখালেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের উদ্যোগে আয়োজিত এই বর্ণময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুণাল ঘোষ উদ্যোক্তার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের আন্তরিকতা ও ছিমছাম আয়োজনে মুগ্ধ হয়ে তিনি জানান, সামাজিক কাজ এইরকমই হওয়া উচিত।

পুরপিতা বাপি ঘোষকে ‘কাজের মানুষ’ ও ‘কাছের মানুষ’ হিসেবে সম্বোধন করে কুণাল ঘোষ বলেন, “বাপি ঘোষ যেভাবে অভিভাবকের মতো পাশে দাঁড়িয়ে প্রত্যেক বছর এই গণবিবাহের আয়োজন করেন, তা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি আরও উল্লেখ করেন যে, রাজ্য সরকারের ‘রূপশ্রী’ প্রকল্পের সুবিধা থাকলেও, বাপি ঘোষ ব্যক্তিগত উদ্যোগে নিখুঁতভাবে এই উৎসব পরিচালনা করেন এবং পরিবারের সদস্যদের মতো সবরকম খামতি পূরণ করেন। উৎসবের এই আবহে নবদম্পতিদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি উদ্যোক্তারাও। উপস্থিত অভ্যাগতরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের মতে, বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন একটি সামাজিক দায়িত্ব পালন করা সত্যি নজিরবিহীন।

আরও পড়ুন- অজিত পাওয়ারের দুর্ঘটনায় মৃত্যু: দুই প্রান্তে মমতা-শারদ, দেবেন্দ্র

_

_

_

_

_

_
_


