সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত ধরবে? বুধবারের পরে সেই সম্ভাবনা ক্রমশ জোরালো হওয়া শুরু হল। কলকাতার হোটেলে সিপিআইএম সম্পাদক মহম্মদ সেলিমের (Mohammed Selim) সঙ্গে বৈঠক করলেন জনতা উন্নয়ন পার্টির (JUP) প্রধান হুমায়ুন কবীর (Humayun Kabir)। প্রাথমিক বৈঠকে রফা না হলেও তার সম্ভাবনা উড়িয়ে দিল না কোনও পক্ষই।

বিজেপি বিরোধী ভোট ভাগ করার যে চক্রান্ত হুমায়ুন কবীর করেছেন, তাতে সিপিআইএম (CPIM) সামিল হবে এমনটা যেন প্রত্যাশিত। ২০২১ সাল থেকে বামের ভোট যে রামে ভাগ হয়ে গিয়েই তৃণমূলের বিরোধী হিসাবে বিজেপিকে প্রতিষ্ঠিত করেছে, তা পরিসংখ্যানই প্রমাণ করেছে। এবার নির্বাচনের আগে বিজেপির সমর্থনে সরকার গঠনের বার্তা দিয়েছেন।

এরপরেও হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বুধবার শহরের পাঁচ তারা হোটেলে এক ঘণ্টা বৈঠক করলেন মহম্মদ সেলিম (Mohammed Selim)। যদিও সেলিম দাবি করেছেন, তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তি হিসাবে কাজ করতে জনতা উন্নয়ন পার্টি কতটা সচেষ্ট, তার উপর নির্ভর করবে আসন্ন বিধানসভা নির্বাচনে দুই দলের একসঙ্গে কাজ করার বা আসন রফার বিষয়টি।

আরও পড়ুন : সম্মান-জায়গা দেয়নি বিজেপি! তৃণমূলের পতাকা হাতে নিলেন খগেন মুর্মুর প্রথম স্ত্রী অরুণা

আবার হুমায়ুন কবীরের কথাতেও স্পষ্ট, বুধবারের বৈঠকে আসন রফা হয়নি। হুমায়ুন জানান, দুটি দলের মধ্যে কথা হলেও সিপিআইএম ও জেইউপি একসঙ্গে লড়বে কি না তা নিশ্চিত হয়নি। নিশ্চিত হওয়ার পর আসন রফা নিয়ে কথা হবে। এখনও তার জন্য জেইউপি-কে নির্ভর করতে হবে বামেদের উপর।

–

–

–

–

–


