মুখোমুখি দেব-জিৎ। সঙ্গে প্রসেনজিৎ টলিউড (Tollywood) শেষ কবে দেখেছিল মনে করা কঠিন। বুধবার ইমপার (Eastern India Motion Pictures Association) অফিসে স্ক্রিনিং কমিটির মিটিংয়ে এই দৃশ্য ধরা পড়ে। কিন্তু সূত্র বলছে, বিষয় যাই হোক না কেন, মধুরেণ সমাপয়েৎ হয়নি। কারণ এই তিনজনের ঠান্ডা লড়াই।

খোশ মেজাজেই বৈঠক হয়। এক টেবিল ঘিরে বসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), জিৎ (Jeet), দেব (Dev)। হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শ্রীকান্ত মোহতা, নীলরতন দত্ত, নিসপাল সিং রানে, রানা সরকার, বনি সেনগুপ্ত-সহ টলিউডের তারকরা। সঙ্গে ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত (Priya Sengupta) এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas)।

সবই চলছিল নিয়ম মতো। বৈঠক শেষে সাংসদ-অভিনেতা দেবকে (Dev) টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ বলেন, “তোর সঙ্গে তো দিদির (মুখ্যমন্ত্রীর) সঙ্গে ভালো যোগাযোগ। কথাবার্তা হয়। আমাদের স্ক্রিনিং কমিটির বিষয়টা ওঁকে জানাস।” উত্তরে সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ব্যঙ্গ করে দেব নাকি বলেন, “হ্যাঁ এখন তো তোমার ছবি হিট হয়েছে, ‘পদ্মশ্রী-টদ্দশ্রী’ পেয়েছো- তোমার কথা তো শুনতেই হবে।” একটা জাতীয় সম্মান- যার জন্য প্রসেনজিৎকে দলমত নির্বিশেষে সবাই অভিনন্দন জানিয়েছেন- তাকে এইভাবে ব্যঙ্গ করায় হতভম্ব টলিউড। যথেষ্ট অপমানিত বোধ করেন সবার পরিচিত ‘বুম্বাদা’ চুপ করে বসে যান তিনি।

সূত্রের খবর, এর পর দেবকে উদ্দেশ্য করে জিৎ বলেন, “আমি তো কখনওই পুজোতে আসি না। এবার আসছি। তোর ছবির ঘোষণার অনেক আগেই আমি সেটা জানিয়েছিলাম। এই অবস্থায় তুই ছবি রিলিজের কথা জানাচ্ছিস। সবাইকে তো কিছু না কিছু ছাড়তে হবে। তুইও স্পেস দে”। এ কথার কোনও জবাব না দিয়ে উদ্ধত ভঙ্গিতে বৈঠক ছাড়েন দেব।

বাইরের সংবাদ মাধ্যম যখন তাঁকে স্ক্রিনিং কমিটির বাংলা সিনের ক্যালেন্ডার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন দেব বলেন, “অনেক বড় বড় মাথা আছে মিটিং নিয়ে বলার জন্য। ওঁরা বলবেন। আমার ছবির ক্যালেন্ডার বলে দিয়েছি। সেই অনুযায়ী আসছি।”
আরও খবর: মুখোমুখি দেব-জিৎ, বাংলা ছবির প্রথম ৬ মাসের সিনে ক্যালেন্ডার প্রকাশ স্ক্রিনিং কমিটির

স্ক্রিনিং কমিটি নিয়ে দ্বৈরথ মিটলেও, দেব-জিৎ-প্রসেনজিতের ঠান্ডা লড়াই কিন্তু মেটেনি; অন্তত বৈঠকে উপস্থিত টলিউড সেটাই মনে করছে।

–

–

–

–

