দেব-প্রসেনজিতের ঠান্ডা লড়াই, নীরবতা ভাঙলেন জিৎ! সাক্ষী স্ক্রিনিং কমিটির বৈঠক

Date:

Share post:

মুখোমুখি দেব-জিৎ। সঙ্গে প্রসেনজিৎ টলিউড (Tollywood) শেষ কবে দেখেছিল মনে করা কঠিন। বুধবার ইমপার (Eastern India Motion Pictures Association) অফিসে স্ক্রিনিং কমিটির মিটিংয়ে এই দৃশ্য ধরা পড়ে। কিন্তু সূত্র বলছে, বিষয় যাই হোক না কেন, মধুরেণ  সমাপয়েৎ হয়নি। কারণ এই তিনজনের ঠান্ডা লড়াই।

খোশ মেজাজেই বৈঠক হয়। এক টেবিল ঘিরে বসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), জিৎ (Jeet), দেব (Dev)। হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শ্রীকান্ত মোহতা, নীলরতন দত্ত, নিসপাল সিং রানে, রানা সরকার, বনি সেনগুপ্ত-সহ টলিউডের তারকরা। সঙ্গে ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত (Priya Sengupta) এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas)।

সবই চলছিল নিয়ম মতো। বৈঠক শেষে  সাংসদ-অভিনেতা দেবকে (Dev) টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ বলেন, “তোর সঙ্গে তো দিদির (মুখ্যমন্ত্রীর) সঙ্গে ভালো যোগাযোগ। কথাবার্তা হয়। আমাদের স্ক্রিনিং কমিটির বিষয়টা ওঁকে জানাস।” উত্তরে সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ব্যঙ্গ করে দেব নাকি বলেন, “হ্যাঁ এখন তো তোমার ছবি হিট হয়েছে, ‘পদ্মশ্রী-টদ্দশ্রী’ পেয়েছো- তোমার কথা তো শুনতেই হবে।” একটা জাতীয় সম্মান- যার জন্য প্রসেনজিৎকে দলমত নির্বিশেষে সবাই অভিনন্দন জানিয়েছেন- তাকে এইভাবে ব্যঙ্গ করায় হতভম্ব টলিউড। যথেষ্ট অপমানিত বোধ করেন সবার পরিচিত ‘বুম্বাদা’ চুপ করে বসে যান তিনি।

সূত্রের খবর, এর পর দেবকে উদ্দেশ্য করে জিৎ বলেন, “আমি তো কখনওই পুজোতে আসি না। এবার আসছি। তোর ছবির ঘোষণার অনেক আগেই আমি সেটা জানিয়েছিলাম। এই অবস্থায় তুই ছবি রিলিজের কথা জানাচ্ছিস। সবাইকে তো কিছু না কিছু ছাড়তে হবে। তুইও স্পেস দে”। এ কথার কোনও জবাব না দিয়ে উদ্ধত ভঙ্গিতে বৈঠক ছাড়েন দেব।

বাইরের সংবাদ মাধ্যম যখন তাঁকে স্ক্রিনিং কমিটির বাংলা সিনের ক্যালেন্ডার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন দেব বলেন, “অনেক বড় বড় মাথা আছে মিটিং নিয়ে বলার জন্য। ওঁরা বলবেন। আমার ছবির ক্যালেন্ডার বলে দিয়েছি। সেই অনুযায়ী আসছি।”
আরও খবরমুখোমুখি দেব-জিৎ, বাংলা ছবির প্রথম ৬ মাসের সিনে ক্যালেন্ডার প্রকাশ স্ক্রিনিং কমিটির 

স্ক্রিনিং কমিটি নিয়ে দ্বৈরথ মিটলেও, দেব-জিৎ-প্রসেনজিতের ঠান্ডা লড়াই কিন্তু মেটেনি; অন্তত বৈঠকে উপস্থিত টলিউড সেটাই মনে করছে।

spot_img

Related articles

T20 WC: বয়কট ইস্যুতে নাকভির পক্ষে নেই সমর্থন, ‘হার’ স্বীকার করা সময়ের অপেক্ষা!

টি২০ বিশ্বকাপ(T20 World Cup) নিয়ে বাংলাদেশকে সমর্থন জানিয়ে গর্জন করছে পাকিস্তান, কিন্তু গর্জালেও কতটা বর্ষণ হবে তা নিয়ে...

রুপোলি জগত থেকেই জীবন শুরু অজিতের, কেন ছাড়লেন রাজনীতি

বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)। তাঁর অকালমৃত্যুতে শোকস্তব্ধ শুধুমাত্র রাজনৈতিক মহল নয়, শোকের...

ইউজিসি-র নতুন ‘ইকুইটি’ নিয়মে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

'নতুন বিধি সমাজে ‘বৈষম্য’ সৃষ্টি করতে পারে', ইউজিসি-র নতুন কয়েকটি নিয়মকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme...

সাদা পোশাকে বিয়ের সাজে ট্রোলড বঙ্গললনা, হিন্দু রীতির প্রসঙ্গ তুললেন মমতাশংকর 

দুজন মানুষের একে অন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মুহূর্ত বিয়ের মরশুমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারোর সাজ নিয়ে কথা,...