Thursday, January 29, 2026

সাহস মানে কী? বিদায়ী ভাষণে ব্যাখ্যা দিলেন ডিজি রাজীব

Date:

Share post:

“সাহস মানে কখনই গুলি চালানো নয়, মানুষ মারা নয়, সৎ সাহস রুখে দাঁড়ানো, নিজের সিদ্ধান্তে অনড় থাকা”। বুধবার, নিজের বিদায় সংবর্ধনায় এই মন্তব্য করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (DG Rajiv Kumar)। তাঁর কথায়, বাংলাতে প্রাণহানি না করেই সবরকম সমস্যার মোকাবিলা করছে পুলিশ। অন্য রাজ্যের তুলনায় বাংলার সামনে চ্যালেঞ্জ অনেকাংশে বেশি সেই কথাও মনে করিয়ে দিলেন তিনি। 

৩১ জানুয়ারি ডিজি হিসাবে রাজীব কুমারের (DG Rajiv Kumar) কর্মজীবনের সমাপ্তি। এদিন তাঁকে বিদায় সংবর্ধনা (Farewell) দেওয়া হয়। সেখানে তিনি বললেন, “আমরা আমাদের লাইন অফ ডিউটিতে প্রাণ দিতে তৈরি থাকি- আর তার জন্য আমরা গর্বিত। এটা সৎ সাহস থেকেই আসে। আমাদের অনেক ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়। তার মাঝেও যদি আমরা সৎ সাহস বজায় রাখতে পারি তাহলে সমস্যা মোকাবিলা করতে সুবিধা হয়।“ এর পরেই সাহসের ব্যাখ্যা দিতে গিয়ে ডিজি বলেন, সাহস মানে গুলি চালানো, লোককে মারা একেবারেই নয়। সাহস মানে রুখে দাঁড়িয়ে যাওয়া, “নিজের সিদ্ধান্তে অনড় থাকা। আমাদের রাজ্য স্ট্রাটেজিক্যাল এবং জিওপলিটিক্যাল হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। আমরা তিনটে বর্ডার শেয়ার করি। তাই আমাদের চ্যালেঞ্জ অন্যদের তুলনায় অনেকটা বেশি। শান্তিশৃঙ্খলা বজায় রেখে আপনারা যে কাজ করে যান, তাতে আমাদের গর্ব হয়।” 

ইতিমধ্যেই ডিজি পদ নিয়ে বেড়েছে জট। ক্যাটের নির্দেশের পর দিল্লি হাই কোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছে UPSC। কিন্তু এর মাঝে আইপিএস রাজেশ কুমার UPSC-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছেন। কিন্তু রাজীব কুমারকে ডিজি হিসাবে ফের পেতে চাইছে রাজ্য। নিয়ম মেনেই ৮ জনের নামের তালিকা পাঠানো হয়েছে, এবং সেখানে রাজীব কুমারের নামও রয়েছে। কিন্তু UPSC-র তরফ থেকে তিনজনের নাম পাঠানোর কথা থাকলেও তার আগেই আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। 

spot_img

Related articles

সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও ধাক্কা শুভেন্দুর, নবান্নের সামনে ধর্নায় মিলল না অনুমতি

সিঙ্গল বেঞ্চের পরে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চেও ধাক্কা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu...

সামসেরগঞ্জে শ্যুটআউট! খুন হলেন যুব হোটেল মালিক

রাতের অন্ধকারে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন হোটেল ব্যবসায়ী। বুধবার রাতে জাতীয় সড়কের ধারের একটি হোটেলে ঢুকে...

দিঘায় বেড়াতে এসে মহিলার রহস্যমৃত্যু, গ্রেফতার ৩

দিঘায়(Digha) বেড়াতে এসে রহস্যমৃত্যু এক পর্যটক মহিলার। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ঝরনা পৈলান, বয়স ২৭। দিঘা থানা...

ভোটের আগেই গ্রুপ C-গ্রুপ D নিয়োগের লিখিত পরীক্ষা

ভোটপর্ব ঘোষণার আগেই গ্রুপ C-গ্রুপ D নিয়োগের লিখিত পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন(SSC)। রাজ্য স্কুল শিক্ষা...