রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও ১। হিয়ারিং আতঙ্কে পোলবার রাজহাটে (Rajhat, Polba) শেখ ইসমাইল নামে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যুর খবর মিলেছে।পরিবারের অভিযোগ, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা ও শুনানির চাপেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ইসমাইল। এই ঘটনায় বিজেপি (BJP )ও নির্বাচন কমিশনকে (ECI) একযোগে নিশানা করেছে স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রাজহাট হোসনাবাদের বাসিন্দা শেখ ইসমাইলকে (Sheikh Ismaile) ৩০ জানুয়ারি এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল। নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। তাঁর পরিবারের বেশ কয়েকজনকেও ডাকা হয় বলে খবর। বাকি সদস্যদের শুনানির দিন হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হয়েই অসুস্থ বোধ করেন বৃদ্ধ।মঙ্গলবার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন শেখ ইসমাইল। তাঁকে প্রথমে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।চুঁচুড়া বিধানসভার (Chinsura Assembly) ২৫ নম্বর বুথের ভোটার ছিলেন তিনি। সম্প্রতি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় ওই এলাকার সংখ্যালঘু মানুষজন বিডিও অফিসে যে বিক্ষোভ দেখেছিলেন তাতেও অংশ নিয়েছিলেন ইসমাইল। তাঁর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, নাগরিকত্ব হারানোর আতঙ্কেই আজ এই পরিণতি। এই ঘটনার জন্য স্পষ্টত নির্বাচন কমিশনের (ECI)দিকে আঙুল তুলেছেন তারা।

–

–

–

–

–

–

–

–


