দুজন মানুষের একে অন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মুহূর্ত বিয়ের মরশুমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারোর সাজ নিয়ে কথা, তো কারোর বিবাহ বাসরের নাচ নিয়ে আলোচনা সমাজ মাধ্যমে। এর মাঝেই সাদা পোশাকে বিয়ের পিঁড়িতে বসে আচমকা ট্রোলড হলেন এক বঙ্গতনয়া। কনের নাম প্রীতিপর্ণা রায় (Preetiparna Roy’s wedding)। বাঙালি হিন্দু বিয়ের ধ্যান ধারণার চিরাচরিত প্রথা ভেঙে সাহসী পদক্ষেপ করে সাদা শাড়ি-ওড়নায় বিয়ের সাজ বেছে নিয়েছিলেন তিনি। লুক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। বিতর্কে অংশ নিলেন অভিনেত্রী মমতাশংকরও (Mamata Shankar)।

লাল বেনারসি আর ভারী সোনার গয়নাতে বিয়ের কনে কিংবা নববধূকে দেখতে অভ্যস্ত সমাজ। এর একটু এদিক থেকে ওদিক হলেই শুরু হয়ে যায় সমালোচনার বাউন্সার। নৃত্যশিল্পী প্রীতিপর্ণার ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে। তাঁর বিয়ের ছবিতে কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, ‘অদ্ভুত রুচি।’ কেউ আবার কটাক্ষ করে বললেন, ‘বাঙালি বিয়ের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।’ ছিমছাম সাজ আর সাদা শাড়ি ব্লাউজ ওড়নায় নিজেকে তুলে ধরেছিলেন প্রীতিপর্ণা। তাঁর প্রিয় মানুষ বা পরিবারের আপত্তি হয়তো ছিল না, তাহলে সমাজমাধ্যম (Social media) বা অচেনা মানুষের এত মাথা ব্যথা কেন? এই প্রশ্নটা জোরালো হওয়ার আগেই আচমকা বিতর্কে অংশ নিয়ে ফেললেন মমতাশংকর। তিনিও তো নৃত্যশিল্পী, কিন্তু ‘মৃগয়া’ অভিনেত্রী ইদানিং নানা মন্তব্যে সবসময় খবরের শিরোনামে থাকছেন। এর জন্য অবশ্য কম ‘ট্রোলড’ হননি। তবে এবার একটু যেন সাবধানী তিনি। সাদা পোশাকে নববধূকে দেখে হালকা খোঁচা দিয়ে অভিনেত্রীর মন্তব্য, “আমি তো ওঁকে ব্যক্তিগতভাবে চিনি না। ওঁর পরিবারের কিংবা ওঁর নিশ্চয়ই ব্যক্তিগত পছন্দ রয়েছে। সেই পছন্দই বিয়ের আসরে প্রাধান্য পেয়েছে। সাধারণত হিন্দু ধর্মে এমন রীতি প্রচলিত নয়, কিন্তু কেউ যদি দৈববাণী পান, বা কারও পরিবারের কোনও নিয়ম থাকে তাহলে সেটা যাঁর যাঁর নিজস্ব বিষয়। আমি এই বিষয়ে কিছু মন্তব্য করতে চাই না। আসলে এখন অন্য অনেক বিষয়ে কথা বলাটা জরুরি, তাই কারও ব্যক্তিগত পছন্দ নিয়ে কথা বলতে চাই না।”

দেব-প্রসেনজিতের ঠান্ডা লড়াই, নীরবতা ভাঙলেন জিৎ! সাক্ষী স্ক্রিনিং কমিটির বৈঠক

যাঁকে নিয়ে এত আলোচনা সেই প্রীতিপর্ণা বা তাঁর শ্বশুরবাড়ি কিংবা বাপের বাড়ি থেকে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি। সমাজবাধ্যমের একটা অংশ অবশ্য বলছে, যে কে কোন পোশাকে নিজের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিনে সেজে উঠবেন সেটা সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত ব্যাপার। অশালীনতা তো নেই, আর তাছাড়া সেলিব্রেটিদের।মধ্যে তো হামেশাই দেখা যায় লাল বা গোলাপের পরিবর্তে হালকা কোন রংকেই বিয়ের দিনের পোশাকের জন্য বেছে নিতে। তাহলে সাধারণ মানুষের যদি সেই ধরনের কোন চিন্তা-ভাবনা থাকে সেটা নিয়ে এত আলোচনার প্রয়োজন আছে কি? স্বপক্ষে- বিপক্ষে যুক্তি চলতে থাকুক।

–

–

–

–

–

–
–


