কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) বাজেট পেশের আগেই ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে বলে কেন্দ্রের সমীক্ষায় প্রকাশ। মোদি সরকারের তরফে দাবি করা হয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের (GDP) সম্ভাব্য হার ৬.৮ শতাংশ থেকে ৭.৪ শতাংশের মধ্যে থাকবে। ২০২৪-২৫ আর্থিক বছরে যা সাড়ে ছ’শতাংশে আটকে ছিল। কেন্দ্রের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণের (Chief Economic Advisor of Central Government V. Ananth Nageswaran) নেতৃত্বে করা এই সমীক্ষার রিপোর্ট ইতিমধ্যেই নির্মলার টেবিলে পৌঁছে গিয়েছে বলে খবর।

আগামী রবিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি বাজেট ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সাধারণত এই বাজেটে (Union Budget) বড় চমকের আশা খুব একটা থাকে না। তবে যেহেতু পাঁচ রাজ্যে ভোটের আগে এটাই শেষ বাজেট তাই সেক্ষেত্রে সংস্কারমুখী বাজেটকে কি জনমুখী বাজেট করে তোলার চেষ্টা করবে মোদি সরকার, তা জানার আগ্রহ রয়েছে অর্থনৈতিক বিশ্লেষক থেকে আমজনতা সকলেরই। আর্থিক সমীক্ষা সংক্রান্ত নাগেশ্বরণের রিপোর্টে উৎপাদন এবং পরিষেবা খাতে ( যার মধ্যে অন্যতম হল, এপ্রিল থেকে কার্যকর সরলীকৃত প্রত্যক্ষ কর আইন, এফডিআই এবং দেউলিয়া বিধিমালার সংস্কার ইত্যাদি) ভালো পারফরম্যান্সের বিষয়টি উল্লেখ করা হয়েছে। যদিও মার্কিন সরকারের শুল্কনীতি ও বিশ্বব্যাপী বাণিজ্য পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি ৬.৫ শতাংশে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

–

–

–

–

–

–

–

–


