Thursday, January 29, 2026

বনগাঁয় অনুষ্ঠান-মঞ্চে মিমিকে হেনস্থা! অভিযোগে গ্রেফতার উদ্যোক্তা তনয় শাস্ত্রী

Date:

Share post:

অনুষ্ঠান মঞ্চে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) হেনস্থার অভিযোগ। অনুষ্ঠানের আয়োজক জ্যোতিষী তনয় শাস্ত্রীকে (Tanay Shastri) গ্রেফতার করল পুলিশ। রবিবার বনগাঁর এক ক্লাবের অনুষ্ঠানে মিমি দেরিতে পৌঁছনোয় তাঁকে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরে মঞ্চ থেকে নামিয়ে দেন তনয়। সেই অভিযোগে বনগাঁ থানায় (Bonga PS) লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে তিনদিন পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তবে, এদিন তনয়কে গ্রেফতার করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে পড়তে হয় পুলিশকে (Police)।

গত রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠানে অভিনেত্রী মিমি (Mimi Chakraborty) আমন্ত্রিত ছিলেন। রাত সাড়ে ১০টা নাগাদ মিমির অনুষ্ঠানের সময় নির্ধারিত থাকলেও প্রায় দেড় ঘণ্টা দেরিতে সেখানে পৌঁছন মিমি। মঞ্চে উঠতে উঠতে তাঁর পৌনে ১২টা বেজে যায়। এদিকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল। তাই তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে জানান তনয় শাস্ত্রী। মিমি জানান, অনুষ্ঠানের মধ্যেই ক্লাবের অন্যতম কর্মকর্তা তনয় শাস্ত্রী মঞ্চে উঠে মিমির গানের বাধা দিয়ে তাঁকে নামিয়ে দেন। ইতিমধ্যেই সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। তাতে অপমানিত বোধ করেছেন মিমি। মঞ্চ থেকে নেমে মিমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এখানেই শেষ নয়, সেই সঙ্গে সোশ্যাল হ্যান্ডেলেও ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। বলেন, “এর শেষ দেখে ছাড়বো।“

যদিও ক্লাব কর্মকর্তা রাহুল বসু শোভন দাস বলেন, “মিমি চক্রবর্তীকে কোনও অসম্মান করা হয়নি৷ তিনি একঘণ্টারও বেশি দেরি করে রাত সাড়ে ১১টার পর মঞ্চে ওঠেন৷ প্রশাসনের দেওয়া সময় এবং মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা ঠিক ১২টায় অনুষ্ঠান বন্ধ করি। ওঁর অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান বন্ধের ঘোষণা ওঁর অসম্মানিত মনে হতে পারে, কিন্তু আমরা ওঁকে সসম্মানেই বিদায় দিয়েছি।” এদিন তনয় শাস্ত্রীকে গ্রেফতার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশ। কোনও রকমে বাধা সরিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

spot_img

Related articles

নামেই ‘বেটি বাঁচাও’? মধ্যপ্রদেশে তরুণীকে শ্লীলতাহানি-মারধর BJP নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের

মুখে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর স্লোগান, আর কাজের বেলায় নিজের দলের নেতার হাতেই নারীর শ্লীলতাহানি ও রক্তপাত! বিজেপি...

ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত, SIR শুনানি থেকে রেহাই পেলেন না প্রাক্তন ভারত অধিনায়কও

SIR শুনানিতে ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত। মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা , রহিম নবি, মেহতাব হোসের পর SIR শুনানিতে ডাক...

ইউজিসির ‘বিতর্কিত’ নিয়মে স্থগিতাদেশ! কেন্দ্রের মনোভাব নিয়ে প্রশ্ন ব্রাত্যর 

নতুন বিধি সমাজে ‘বৈষম্য’ সৃষ্টি করতে পারে', ইউজিসি-র নতুন কয়েকটি নিয়মকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার...

জানুয়ারিতেই দামে রেকর্ড: ১ লক্ষ ৮২ হাজার ছাড়াল সোনা, রুপো ৪ লক্ষ টাকা পার!

নতুন বছরের শুরু থেকেই সোনা (Gold) ও রুপোর (Silver) দাম আকাশছোঁয়া। জানুয়ারি মাস শেষের দিকে এই দুই ধাতুর...