Friday, January 30, 2026

নামেই ‘বেটি বাঁচাও’? মধ্যপ্রদেশে তরুণীকে শ্লীলতাহানি-মারধর BJP নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের

Date:

Share post:

মুখে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর স্লোগান, আর কাজের বেলায় নিজের দলের নেতার হাতেই নারীর শ্লীলতাহানি ও রক্তপাত! বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সাতনায় এক বিজেপি নেতার পৈশাচিক আচরণের খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ, গুদামের ভেতর ডেকে নিয়ে এক বিউটি পার্লার মালকিনকে শ্লীলতাহানি, মারধর এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন বিজেপির নাগোদ মন্ডল সভাপতি পুলকিত ট্যান্ডন। ঘটনার ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে গেরুয়া শিবির। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

জানা গিয়েছে বিজেপি নেতা পুলকিত ট্যান্ডনের গুদামের কাছেই ওই তরুণীর একটি বিউটি পার্লার রয়েছে। অভিযোগ, রাত ১০টা নাগাদ পুলকিতের কর্মচারী আর কে নামদেব ওই তরুণীকে ফোন করে পার্লারে কাস্টমার আসার টোপ দিয়ে ডেকে নিয়ে যান। কিন্তু গুদামের ভেতরে ঢুকতেই তরুণী দেখেন, কোনো কাস্টমার নেই! বরং মদের আসর বসিয়ে বসে আছেন বিজেপি নেতা পুলকিত। বিপদ বুঝে তরুণী পালানোর চেষ্টা করলে পুলকিত তাঁকে জোরপূর্বক আটকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। চিৎকার শুনে তরুণীর মা ও ভাই ছুটে এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তরুণীর ভাই যখন মোবাইলে এই কুকীর্তি রেকর্ড করার চেষ্টা করেন, তখন ‘ক্ষমতার দম্ভে’ অন্ধ বিজেপি নেতা ফোনটি কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেন। এখানেই শেষ নয়, তরুণীকে লক্ষ্য করে মদের বোতল ছোঁড়া হয় এবং ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। একটি লোহার রডের ওপর পড়ে গিয়ে গুরুতর জখম হন ওই তরুণী। নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর মা-ও। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ উঠেছে, বিজেপি নেতার নাম জড়িয়ে থাকায় প্রথমে পুলিশ মামলা নিতে গড়িমসি করে এবং পরিবারের ওপর অভিযোগ না করার জন্য চাপ সৃষ্টি করা হয়। কিন্তু ঘটনার সিসিটিভি ফুটেজ ও মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে চাপের মুখে পুলকিত ট্যান্ডন ও তাঁর সহযোগীর বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করলেও, অভিযুক্তরা এখনও অধরা। দলীয় নেতার এই জঘন্য কাণ্ডে যখন ছিছিক্কার পড়ে গিয়েছে, তখন জেলা বিজেপি সাধারণ সম্পাদক রামকান্ত গৌতম অভিযুক্তকে একটি ‘শোকজ’ নোটিশ পাঠিয়েই দায় সেরেছেন।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূলের বক্তব্য, ‘বিজেপির কাজই হচ্ছে নারী-বিদ্বেষীদের প্রশ্রয় দেওয়া আর ধর্ষক-খুনিদের মালা পরিয়ে বরণ করা! মধ্যপ্রদেশে পুলকিত ট্যান্ডন নামে বিজেপির এক মণ্ডল সভাপতি নিজের ওয়্যারহাউসের ভেতরে, ক্যামেরার সামনে এক যুবতীকে ও তাঁর মাকে মারধর ও শ্লীলতাহানি করেছে। ক্ষমতা যখন জবাবদিহিহীন হয়, তখন সমাজ-বিরোধীরা এমন অপরাধ করার সাহস পায়। অভিযুক্ত বিজেপি নেতা ভেবেই নিয়েছিল, রাজনৈতিক পরিচয়, টাকা আর ক্ষমতা তাকে ঠিক বাঁচিয়ে নেবে! বিজেপি-শাসিত রাজ্যগুলিতে তাদের নেতারা আইনকে তোয়াক্কাই করে না। পুলিশও এদের গ্রেফতার করে না। ওদের ‘বেটি বাঁচাও’ শুধু স্লোগান, বাস্তবে নারীরা এই বিজেপি নেতাদের কাছে চক্ষুশূল। আর দলীয় নেতৃত্ব একটা শো-কজ লেটার ধরিয়ে দায় সারে!’

আরও পড়ুন- ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত, SIR শুনানি থেকে রেহাই পেলেন না প্রাক্তন ভারত অধিনায়কও

_

_

_

_

_

_

spot_img

Related articles

নিরাপদ খাদ্যের অঙ্গীকারে রাজপথে দৌড়, উন্মোচিত হল ‘মুক্তি’-র টি-শার্ট ও মেডেল

থালায় রাসায়নিকমুক্ত খাবার এবং শরীরে সুস্থতার স্পন্দন; এই দুই লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় হয়ে গেল রান ফর সেফ...

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...