কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ সংক্রান্ত তালিকায় আরও একটি সংশোধনের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে যে ১০ জন আইপিএস অফিসারের নাম রয়েছে, তাঁদের মধ্যে দু’জনের ক্ষেত্রে পরিবর্তনের আবেদন জানাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, তালিকায় থাকা ভরতলাল মিনা এবং ঋষিকেশ মিনা এই দুই আইপিএস অফিসারের কিছু ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা রয়েছে। সেই কারণে তাঁদেরকে যদি এই দায়িত্ব থেকে রেয়াত দেওয়া যায়, তাহলে তাঁদের পক্ষে সুবিধা হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনের কাছে বিশেষ আবেদন জানাবেন। নির্বাচন কমিশনের তরফে ওই আবেদন বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন- ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত, SIR শুনানি থেকে রেহাই পেলেন না প্রাক্তন ভারত অধিনায়কও

_

_

_

_

_

_

_
_


