পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে কলকাতা পুলিশের পরিকাঠামো ব্যবহার করে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই মর্মে কলকাতা পুলিশের তরফে দরপত্র আহ্বান করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, কলকাতা পুলিশের অধীনস্থ থানা, ব্যাটালিয়ন এবং বিভাগীয় কার্যালয় মিলিয়ে মোট ২৫টি জায়গায় দ্রুতগতির ইভি চার্জিং স্টেশন বসানো হবে। আলিপুর, পূর্ব যাদবপুর, তারাতলা, প্রগতি ময়দান ও পাটুলি থানা-সহ সল্টলেক, এজেসি বসু রোড, বি টি রোড, ডিএইচ রোড এবং শহর ও সংলগ্ন এলাকার একাধিক জায়গায় ৬০ কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন এই চার্জিং পরিকাঠামো গড়ে তোলা হবে।

চার্জিং স্টেশন স্থাপনের সঙ্গে পেডেস্টাল-মাউন্টেড ইউনিট, বিদ্যুৎ সংযোগ, ভিত্তি নির্মাণ এবং নিরাপত্তা সংক্রান্ত কাজও অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার মাধ্যমে চার্জিং ব্যবহারের পরিমাণ, শক্তি খরচ এবং যন্ত্রপাতির অবস্থা নজরদারি করা হবে। সংশ্লিষ্ট কর্মীদের প্রাথমিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানা গেছে।রাজ্য সরকারের বৃহত্তর ইভি নীতি অনুযায়ী সরকারি দফতরগুলিতে ধাপে ধাপে বৈদ্যুতিক যান ব্যবহার বাড়ানোর অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন- নামেই ‘বেটি বাঁচাও’? মধ্যপ্রদেশে তরুণীকে শ্লীলতাহানি-মারধর BJP নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের

_

_

_

_

_

_
_


