প্রয়াত পি টি ঊষার (PT Usha) স্বামী শ্রীনিবাসন। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শ্রীনিবাসন (Vengalil Sreenivasan)। ঊষার বর্ণময় কেরিয়ারে সবসময় স্ত্রীর পাশে ছিলেন শ্রীনিবাসন। ঊষার পেশাদার মাইলফলকে চালিকাশক্তি হিসাবে ছিলেন তাঁর স্বামী। আইওএ সভাপতির সঙ্গে ফোনে কথা বলে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৬৭ বছর বয়সে প্রয়াত হলেন শ্রীনিবাসন(Vengalil Sreenivasan)। শুক্রবার ভোরে শ্রীনিবাসন তাঁর বাসভবনে পড়ে যান। সঙ্গে সঙ্গেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খেলা থেকে অসবর নেওয়ার পর রাজনীতি প্রবেশ করেন, ক্রীড় প্রশাসনের জন্য যুক্ত হল ঊষা, স্ত্রী-র জীবনের প্রতিটি পদক্ষেপে স্বামী সমর্থন ছিল।

ভি শ্রীনিবাসনের CISF-এ চাকরি করতেন। ডেপুটি এসপি পদে থেকে অবসর নেন। ১৯৯১ সালে পিটি উষার তাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে রয়েছে। যিনি পেশায় চিকিৎসক। নাম উজ্জ্বল ভিগনেশ। আইওএ সভাপতির স্বামীর প্রয়ানের খবর পেয়েই তাঁর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “পিটি ঊষার স্বামী ভি শ্রীনিবাসনের প্রয়াণে আমি ব্যাথিত। কঠিন সময়ে আমি পরিবারের পাশে আছি। এই পরিস্থিতিতে ঈশ্বর তাঁদের লড়ার শক্তি দিক।”

কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “রাজ্যসভার সাংসদ ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষার স্বামী শ্রী ভি শ্রীনিবাসনের প্রয়াণে শোকাহত। পিটি ঊষার পরিবারের প্রতি সমবেদনা রইল।”

–

–

–

–

–
–
–


