Friday, January 30, 2026

গোটা দেশে স্কুল থেকে দিতে হবে বিনামূল্যে স্যানিটারি প্যাড: নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বেঁচে থাকার অধিকারের সঙ্গে সমার্থক সুস্থ ঋতুস্রাবের অধিকার। স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে সেই অধিকার স্কুল থেকে পাওয়া শুরু হোক। সেই লক্ষ্যে এবার দেশের সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি কেন্দ্রের সরকার ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে পড়ুয়াদের বিনামূল্যে স্যানিটারি প্যাড (sanitary pad) দিতে হবে, নির্দেশ জারি করল দেশের শীর্ষ আদালত (Supreme Court)।

শুক্রবার একটি যুগান্তকারী সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, দেশে কতটা উন্নতি করেছে সেটা প্রমাণিত হয় দুর্বলদের কীভাবে রক্ষা করা হচ্ছে তা থেকে। সেই দিকটি মাথায় রেখেই সংবিধানের ২১ নম্বর ধারায় (Article 21) নাগরিক অধিকারের মধ্যে সুস্থ ঋতুস্রাবের (menstruation) অধিকারের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

এর পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যে কোনও স্কুলে যেখানে ছাত্র ও ছাত্রীরা একসঙ্গে পড়ে, সেখানে অবশ্যই ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা শৌচালয় (toilet) থাকতে হবে। সব রাজ্য, কেন্দ্রের সরকারের পাশাপাশি সব বেসরকারি স্কুলকেও একই নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে সতর্ক করা হল, কোনও স্কুল এই নির্দেশ পালনে ব্যর্থ হলে সেই স্কুলের অনুমোদন বাতিল করা যেতে পরে।

আরও পড়ুন : জবাবদিহি নাপসন্দ! গোপনীয়তার দোহাই দিয়ে কোপ RTI আইনে

সুপ্রিম কোর্টের নির্দেশ, স্কুল থেকে যে স্যানিটারি প্যাড দিতে হবে তা পচনশীল হতে হবে। শৌচালয়ের কাছে সেই স্যানিটারি প্যাড সুলভ হতে হবে। সেই সঙ্গে স্কুলের ভিতরে সেই প্যাড ফেলার জন্য স্বাস্থ্যকর ব্যবস্থা রাখতে হবে। বেসরকারি স্কুলের পাশাপাশি সরকারি স্কুলও দ্রুত এই ব্যবস্থা লাগু করতে দেরি করলে বা ব্যর্থ হলে তাতেও শাস্তির মুখে পড়তে হবে সেই সরকারকে – তা রাজ্যের সরকার হোক বা কেন্দ্রের সরকার।

spot_img

Related articles

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...