সন্তোষ ট্রফিতে(Santosh Trophy )অসমের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করল বাংলা(Bengal)। প্রথমার্ধে আকাশ হেমরমের গোলে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে অসম পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায়। গোল করেন ঋতুরাজ। গ্রুপ শীর্ষে থেকে ৩ টি ম্যাচ জিতে ও ২ টি ম্যাচ ড্র করে ১১ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলা।

প্রথম তিন ম্যাচে জয় পেলেও চতুর্থ ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে আটকে যায় বঙ্গ ব্রিগেড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ে ফেরাই ছিল লক্ষ সঞ্জয় সেনের। কিন্তু সেই লক্ষ্যপূরণ হল না। এগিয়ে থাকলেও পুরো পয়েন্ট পেল না বাংলা।

৩২ মিনিটে বাংলার হয়ে ডেডলক ভাঙেন আকাশ হেমব্রম। ১-০ স্কোর নিয়ে বিরতিতে যায় বাংলা। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি রবি হাঁসদারা। । ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অসমকে সমতায় ফেরান ঋতুরাজ। শুধু সুযোগ নষ্ট করাই ন, মাঝমাঠে অনেক ফাঁক ফোখর ধরা পড়েছে বাংলা দলের। ফলে কোয়ার্টার ফাইনালে এই জায়গাগুলো মেরামত করেই নামতে হবে সঞ্জয় সেনের দলকে।

ম্যাচ শেষে সঞ্জয় মানলেন তাঁর দল সুযোগ কাজে লাগাতে পারেনি। তিনি বলেন, কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কে হবে সেটা আমাদের হাতে নেই, কিন্ত যে দলই আমাদের প্রতিপক্ষ হবে তাদের বিরুদ্ধে খেলতে আমরা তৈরি। এই ম্যাচে সুযোগ নষ্টের খেসারত দিতে হল। চার ঘণ্টার জার্নি করতে আসতে হয়েছে। গ্রুপ টপার হওয়ার আমাদের লক্ষ্য ছিল সেটা হয়েছে।

–

–

–

–

–

–


