পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত মামলা প্রত্যাহার করেছেন তিনি। UPSC-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও প্রত্যাহার করেছেন রাজেশ কুমার। রাজীব কুমারের সঙ্গে ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন তিনিও।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কর্মজীবনের শেষ দিন একটি ৩১ জানুয়ারি। তার আগে বৃহস্পতিবারই তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এদিকে তাঁর জায়গায় পরবর্তী ডিজি কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশাসনিক জটিলতা চলছে। আরও জট পাকায় যখন আইপিএস রাজেশ কুমার CAT-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রাজেশ কুমারের অভিযোগ, সমস্ত যোগ্যতা সত্বেও তাঁকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে। তাঁর আবেদনের ভিত্তিতে ২৩ জানুয়ারির মধ্যে নতুন করে নামের তালিকা ইউপিএসসি-র কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো রাজ্যে সরকার ৮ সিনিয়র আইপিএস অফিসারের নাম পাঠিয়েছে। রাজেশ কুমারের করা আদালত অবমাননা মামলার শুনানি ছিল ২ ফেব্রুয়ারি। কিন্তু ৩১ জানুয়ারি রাজীব কুমার অবসর নেওয়ায় এই মামলার আর কোনও কার্যকারিতা থাকছে না। সেই কারণেই ক্যাট থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিজেছেন রাজেশ। UPSC-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও প্রত্যাহার করেছেন তিনি।

–

–

–

–

–

–

–


