নেই বিদ্যুৎ, নেই বিকল্প ব্যবস্থাও। মোবাইলের টর্চের মৃদু আলোতেই চলছে সূক্ষ্ম অস্ত্রোপচার, যেখানে সামান্য উনিশ-বিশের ভুলেই ঘটে যেতে পারে বড় অঘটন! এটাই হল বিজেপির ডবল ইঞ্জিন যোগীরাজ্য উত্তরপ্রদেশের স্বাস্থ্যব্যবস্থার (Uttar Pradesh Health Crisis) ছবি! এটাই হল বিজেপির ‘রাম রাজ্য’ ও ‘বিকাশ’-এর আসল নমুনা। যেখানে স্বাস্থ্য পরিকাঠামো হাস্যকর সার্কাসে পরিণত হয়েছে। উত্তরপ্রদেশের এক হাসপাতালের এমন চালচুলোহীন স্বাস্থ্য পরিকাঠামোর ভাইরাল ভিডিও দেখে ইতিমধ্যেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেসও ডবল ইঞ্জিন সরকারের— এই অপদার্থ সরকারের— তীব্র সমালোচনা করেছে। আরও পড়ুন: তিরুপতির ৬৮ লক্ষ কেজির ঘি বিতর্কে রিপোর্ট জমা CBI-এর, কী আছে লাড্ডুতে

ভাইরাল ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের আক্রমণ, উত্তরপ্রদেশের মৈনপুরীতে বিদ্যুৎ না থাকায় মোবাইলের টর্চ জ্বালিয়ে চলছে রোগীর চিকিৎসা। নেই বিদ্যুৎ, নেই কোনও ব্যাক-আপ ব্যবস্থা। এক দশক ক্ষমতায় থেকেও ন্যূনতম পরিকাঠামো গড়তে ব্যর্থ যোগী সরকার। মানুষের জীবনকে স্রেফ ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। দুর্ঘটনা ঘটে গেলে, কার দায় হত? বিজেপির এই ‘ডবল ইঞ্জিন’ সরকার আসলে মানুষের জন্য ‘ডবল ধ্বংস’ ডেকে আনছে!

–

–

–

–

–

–

–

–


