৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) । তার আগেই শুক্রবার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করল আইসিসি(ICC) । নিরাপত্তার কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে না এলেও আসছেন পদ্মাপারের দুই আম্পায়ার।

আসন্ন টি২০ বিশ্বকাপে(T20 World Cup) মোট ২৪ জন আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবেন। এই তালিকায় আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত এবং গাজি সোহেল। ম্যাচ পরিচালনার কাজে থাকছেন এই দুই বাংলাদেশি আম্পায়ার।
ম্যাচ রেফারিদের তালিকায় ভারতের প্রাক্তন ক্রিকেটার জাভাগল শ্রীনাথের নাম রয়েছে। আম্পায়ার হিসেবে বিশ্বকাপে দেখা যাবে ভারতের নীতিন মেনন, জয়রামন মদনগোপাল এবং কেএনএ পদ্মনাভনকে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান(Pakisthan) ও নেদারল্যান্ডস। সেই ম্যাচের দায়িত্বে থাকবেন কুমার ধর্মসেনা এবং ওয়েন নাইটস। এই ম্যাচটি ওয়েন নাইটসের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এই ম্যাচের মধ্য দিয়েই তিনি নিজের কেরিয়ারের ৫০তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন।

অন্যদিকে ভারতের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যা অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। ওই ম্যাচে আম্পায়ারিং করবেন পল রাইফেল ও রড টাকার। সবচেয়ে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ১৫ ফেব্রুয়ারি। এই হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও কুমার ধর্মসেনা।

৬ জন ম্যাচ রেফারির মধ্যে আছেন ১ ভারতীয়। ডিন কাওসকার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগল শ্রীনাথ এবার ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।

এদিকে, কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে শ্রীলঙ্কায়। ভারত পাকিস্তান ম্যাচ হবে কলম্বোয়। তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে কলম্বোতে।

–

–

–

–
–
–


