বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি করছেন, তখন সেই দলের প্রধানমন্ত্রী আনন্দপুরের অগ্নিকাণ্ডের (Anandapur Fire) মৃতদের পরিবারের জন্য বরাদ্দ করছেন মাত্র ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য। মৃত্যু নিয়ে রাজনীতি করতে দিয়ে বিজেপির (BJP) দ্বিচারিতা প্রকাশ্যে।

সোমবার ভোররাতে আনন্দপুর এলাকায় একটি মোমো কারখানা ও গোডাউনে (Godown) বিধ্বংসী আগুন লাগে। শুক্রবার সকাল পর্যন্ত ২৫ টি দেহাংশ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত ২৭ জনের খোঁজ মেলেনি। ইতিমধ্যেই মৃতদের পরিবারপিছু ১০লক্ষ টাকা আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই পরিস্থিতিতে স্বভাবসিদ্ধভঙ্গীতে আদালত হয়ে শুক্রবার নাজিরাবাদে যান বিজেপি (BJP) বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। সেখানে দাঁড়িয়ে রাজ্যকে নিশানা করেন দলবদলু বিরোধী দলনেতা। রাজ্যের কাছে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি করেন তিনি। সঙ্গে আরও লম্বা চাহিদার তালিকা রয়েছে। কিন্তু তার পরেই শুভেন্দুর দলের নেতা তথা প্রধানমন্ত্রী আনন্দপুরের মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে পোস্ট করেন।

প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়, “এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।” মৃতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এর পরেই সাহায্য ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী দফতর ঘোষণা করে, মৃতদের পরিবার পিছু প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হবে। আহত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে।

আনন্দপুরের অগ্নিকাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রী ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও পরিবারের একজনের চাকরির ঘোষণা করেছেন। আর মোদি সরকার ২লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করছেন। আর সেই দলের বিধায়ক ঘটনাস্থলে হাওয়া গরম করতে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ-সহ নানা দাবির লম্বা লিস্ট দিচ্ছেন। গেরুয়া শিবিরের এর থেকে বড় দ্বিচারিতা আর কী হতে পারে! মত রাজনৈতিক মহলের।

–

–

–

–

–


