নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই সেই পদে ভারপ্রাপ্ত ডিজি-র (acting DGP) নাম ঘোষণা রাজ্য সরকারের। ভারপ্রাপ্ত ডিজিপি হলেন পীযূষ পাণ্ডে (Piyush Pandey)। সেই সঙ্গে বদল হল কলকাতা থেকে চন্দননগরের মতো গুরুত্বপূর্ণ কমিশনারেটের কমিশনার পদেরও।

রদবদলের পরে রাজ্য পুলিশের আধিকারিকদের নতুন পদ
মনোজ ভার্মা – ডিজি, সিকিউরিটিজ
সুপ্রতীম সরকার – কমিশনার, কলকাতা পুলিশ
বিনীত গোয়েল – এডিজি, আইন শৃঙ্খলা
জাভেদ শামিম – এডিজি, এসটিএফ
প্রবীণ ত্রিপাঠি – কমিশনার, ব্যারাকপুর
মুরলি ধর – কমিশনার, বিধাননগর
মুকেশ – আইজি, মুর্শিদাবাদ-জঙ্গিপুর
অমিত জাভালগি – আইজি, বর্ধমান
আকাশ মাঘারিয়া – কমিশনার, হাওড়া
কোটেশ্বর রাও – কমিশনার, চন্দননগর
অজয় রানাডে – এডিজি, টেলিকমিউনিকেশন
বিশাল গর্গ – এডিজি, সাইবার সেল

রাজ্য পুলিশের এই শীর্ষ পদগুলির পাশাপাশি রদবদল হয়েছে রাজ্যের আরও গুরুত্বপূর্ণ পদেও। সেগুলি হল
সৈয়দ ওয়াকার রাজা – ডিআইজি, নদিয়া-রাণাঘাট
কঙ্কর প্রসাদ বারুই – ডিআইজি, কারা
শ্যাম সিং – ডিআইজি, টেলিকমিউনিকেশন
অলোক রাজোরিয়া – ডিআইজি, বারাসত
ভাস্কর মুখোপাধ্যায় – ডিআইজি, প্রেসিডেন্সি
ডেভিড লেপচা – ডিআইজি, ট্রাফিক
গৌরব লাল – ডিআইজি, সিআইডি


নির্বাচনের আগে রাজ্য পুলিশ ও রাজ্যের প্রশাসনিক আধিকারিক পদে রদবদল একটি রুটিন প্রক্রিয়া। ইতিমধ্যেই রাজ্যের একাধিক শীর্ষ আইএএস ও আইপিএস পদের আধিকারিকদের নির্বাচন কমিশন প্রশিক্ষণের জন্য তলব করে রাজ্যের শাসক দলের প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্য পুলিশের রদবদলের ঘোষণা কমিশনের পরবর্তী পদক্ষেপের আগে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

–

–

–

–

–


