Monday, August 25, 2025

দলের জয়ে খুশি হলেও পারফরম্যান্সে খুশি নন মোলিনা

Date:

Share post:

গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দুরন্ত জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। প্রায় হারা ম্যাচ জিতে যায় সবুজ-মেরন। আর দলের এই জয়ে খুশি বাগান কোচ জোসে মোলিনা। তবে দলের পারফরম্যান্সে একেবারেই খুশি নন তিনি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন মোহনবগান কোচ।

ম্যাচে শেষে সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “কেরালা ম্যাচের ফলের জন্য আমি খুশি। কিন্তু আমরা কেরালার বিরুদ্ধে ভাল খেলতে পারিনি। দিনটা আমাদের ছিল না। সম্ভবত এ মরশুমে সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে। কেরালা যথেষ্ট ভাল খেলেছে। ওরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে। তবে শেষ পর্যন্ত যে ছেলেরা চেষ্টা করেছে ও সফল হয়েছে, এটাই সবচেয়ে ভাল দিক। এটা আমাদের দলের একটা ইতিবাচক বৈশিষ্ট, শেষ পর্যন্ত হাল না ছাড়া। তবে অনেক ভুল পাস খেলেছি আমরা। এছাড়াও অনেক ভুল হয়েছে। যদিও মাঝে মাঝে এরকম ভুল হয়। তবে আমাদের টিম স্পিরিট দারুন।”

এক গোলে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোল হজম করে মোহনবাগান। তাদের ভুলেই যে কেরালার দল দুটি গোল হয়, তা স্বীকার করতে দ্বিধা করেননি মোলিনা। এই নিয়ে তিনি বলেন, “কেরালার প্রথম গোলটা হয় আমাদেরই ভুলে। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও বিশালের হাত থেকে বল ফস্কে যায়। তবে বিশাল যথেষ্ট ভাল গোলকিপার, সেই প্রমাণও ও দিয়েছে। এরকম ভুল সবারই হয়। তবে আমাদের উন্নতির জন্য পরিশ্রম করে যেতে হবে। দলের স্পিরিট দেখে আমি খুশি। দলের ছেলেদের প্রতি আমার সম্পুর্ণ আস্থা আছে। ওরা আরও ভাল খেলবে।”

মোহনবাগানের পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচে নামবে মোলিনার দল। তবে সেই ম্যাচ নিয়ে চাপে নেই বাগান কোচের। পরবর্তী ম্যাচ নিয়ে মোলিনা বলেন, “যদি গোয়ার কাছে হারিও এবং বাকি সব ম্যাচে জিতি, তাহলে কি আমরা শিল্ড জিততে পারব না? নিশ্চয়ই পারব। তাই শুধু গোয়া ম্যাচ নয়, সব ম্যাচই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে যেহেতু আমাদের সামনে এখন গোয়া ম্যাচ, তাই এই ম্যাচই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচ ছাড়া এখন আর অন্য কিছু নিয়ে ভাবছি না।”

আরও পড়ুন- অজি সফরে কি যাবেন শামি ? এল বড় আপডেট

spot_img

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...