Tuesday, August 26, 2025

বল হাতে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। রঞ্জিট্রফির হাত ধরে প্রায় এক বছর পর বল হাতে মাঠে নেমেছেন ভারতের তারকা পেসার। আর মাঠে নেমেই বল হাতে কামাল দেখিয়েছেন শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে নেন ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট। এমনকি ব্যাট হাতেও জ্বলে উঠেছেন শামি। জয় পেয়েছে দল। আর মাঠে ফিরে দলের হয়ে এমন পারফরম্যান্স করেই আবেগঘন বার্তা শামির। সোশ্যাল মিডিয় পোস্ট করেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়ায় বাংলা দলের সঙ্গে একটি ছবি পোস্ট করে শামি লেখেন, “ অসাধারণ ম্যাচ! বাংলা ১১ রানে নাটকীয় জয় পেয়েছে। প্রতিটা উইকেট, প্রতিটা রান আর মাঠের প্রতিটা মুহূর্ত, সবকিছুই আমার ভক্তদের উৎসর্গ করতে চাই। তোমাদের ভালোবাসা ও সমর্থন আমাকে প্রতিবার নিজের সেরাটুকু উজাড় করে দিতে উৎসাহিত করে। চলো, এই মরশুমটাকে উপভোগ্য করে তুলি। ”

এদিকে শামির এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি চান অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাঠানো হক শামিকে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “ আমি হলে শামিকে অস্ট্রেলিয়ায় অবশ্যই পাঠাতাম। ওর মুস্তাক আলি ট্রফি খেলার দরকার নেই। যদি ও পারথ টেস্টে নাও খেলতে পারে, তাহলেও অস্ট্রেলিয়া যাওয়া দরকার। আজ ও ভালো বল করেছে। শামির অনুশীলনে থাকা দরকার। পরের টেস্টেই শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত।“

বাংলার হয়ে দুরন্ত পারফরম্যান্সের পরই , অনেকের মতে অস্ট্রেলিয়া সিরিজে পাঠানো উচিত শামিকে। তবে নির্বাচকরা একটু সময় নিতে চান । এরপর বাংলার টি-২০ ম্যাচ আছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। মনে করা হচ্ছে সেই টুর্নামেন্টে খেলতে পারেন শামি।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির আগেই ফের গম্ভীরকে নিশানা অস্ট্রেলিয়ার, দিলেন খোঁচা

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version