Saturday, August 23, 2025

বিসিসিআই পেল নতুন সচিব , জয় শাহ’র ছেড়ে যাওয়া জায়গায় এলেন এলেন এই ক্রিকেট কর্তা

Date:

Share post:

অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড পেল নতুন সচিব। বিসিসিআই-এর নতুন সচিব হলেন দেবজিৎ সাইকিয়াই। এর আগে বোর্ড সচিব ছিলেন জয় শাহ। তবে এখন নতুন দায়িত্ব পেয়েছেন জয় শাহ। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান হয়েছে তিনি। তাই এতদিন ফাঁকা ছিল বিসিসিআই-এর সচিব বোর্ডের পদ। সেই পদেই বসলেন দেবজিৎ সাইকিয়াই। বিসিসিআই সভাপতি রজার বিনি তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বোর্ডের ভারপ্রাপ্ত সচিব হিসাবে দেবজিৎকে নিয়োগ করেছেন। আসমের ক্রিকেট কর্তা ছিলেন দেবজিত।

জানা যাচ্ছে, সংবিধানের সাতের এক (ডি) ধারা ব্যবহার করে দেবজিৎ সাইকিয়াইকে সচিব হিসাবে কাজ চালানোর ক্ষমতা দিয়েছেন বোর্ড সভাপতি রজার বিনি। দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত দেবজিৎ সাইকিয়াই। বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের সেপ্টেম্বরে। তার পর হবে আবার নির্বাচন। সেই পর্যন্ত সচিবের দায়িত্ব পালন করবেন দেবজিৎ। উল্লেখ্য, ২০২২ সালে বোর্ডের যে নতুন সংবিধান তৈরি হয়েছে, তাতে সচিবকেই প্রায় যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে।

দেবজিৎকে বোর্ডের সচিব হিসাবে নিয়োগ করে বোর্ড সভাপতি রজার বিনি বলেন, “বোর্ড স্থায়ী সচিব না পাওয়া পর্যন্ত দেবজিৎ কাজ চালাবেন। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন দেবজিৎ। ”

জানা যাচ্ছে, দেবজিৎ সাইকিয়াই ছাড়াও , বোর্ড সচিব হওয়ার দৌড়ে ছিলেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেলও। তবে শেষমেশ জয় শাহ-এর ছেড়ে যাওয়া পদের জন্য বেছে নেওয়া হয় দেবজিৎ সাইকিয়াইকে।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, দিন-রাতের টেস্টে দাপুটে জয় অজিদের, ১০ উইকেটে হারল টিম ইন্ডিয়া


spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...