ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central Govt)! বুধবারই লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১১৩ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫। সংবিধান সংশোধনের লক্ষ্যে বিল আনার কথা বলা হলেও আসল লক্ষ্য যে বিরোধী মুখ্যমন্ত্রীদের পদ থেকে সরানো তা বেশ বোঝা যাচ্ছে। প্রস্তাবিত বিলে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীপদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে। এরপরই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। তাঁদের আশঙ্কা এই বিল বাস্তবায়িত হলে ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্র যে কোনও বিরোধী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ এনে ইডি-সিবিআইকে (ED-CBI) কাজে লাগিয়ে তাঁকে পদ থেকে অপসরণের চক্রান্ত করছে। এই ঘটনাকে ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, সংবিধান সংশোধনী বিল পাসের জন্য সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা প্রয়োজন। এই সংখ্যগরিষ্ঠতা নেই সরকার পক্ষের হাতে। এই আবহে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত দুটি বিলের মতই এই বিল গুলি পুনর্বিবেচনার নাম করে সংসদীয় কমিটির কাছে পাঠানো ছাড়া আপাতত সরকারের হাতে অন্য কোনও উপায় নেই, এমনটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।

–

–

–

–

–

–

–

–

–