Saturday, January 31, 2026

আজ বাগানের সামনে নর্থইস্ট, ডুরান্ড চ্যাম্পিয়নদের হারিয়ে শীর্ষস্থান পুনর্দখলে মরিয়া মোহনবাগান

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে বাগানের সামনে নর্থইস্ট ইউনাইটেড। রবিবার গুয়াহাটিতে ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্টকে হারিয়ে আইএসএলে শীর্ষস্থান পুনর্দখলে মরিয়া জোসে মোলিনার দল। শনিবার বেঙ্গালুরু এফসি কেরলকে হারিয়ে ফের শীর্ষস্থানে উঠলেও দিমিত্রি পেত্রাতোসদের কাছে সুযোগ আবারও শীর্ষস্থান পুনুরুদ্ধার করার। তবে আলাদিন আজারেইদের বিরুদ্ধে সবুজ-মেরুন রক্ষণের বড় পরীক্ষা হতে যাচ্ছে। কারণ, কার্ড সমস্যায় দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার শুভাশিস বোস ও আলবার্তো রডরিগেজকে এই ম্যাচে পাবে না মোহনবাগান। ফলে আলাদিন, জিতিনদের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক সামলে দুর্গ অক্ষত রাখার পরীক্ষা টম অলড্রেড, দীপেন্দু বিশ্বাসদের কাছে।

নর্থইস্টের মরোক্কান ফরোয়ার্ড আলাদিন ১১ গোল করে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা। ইস্টবেঙ্গল তাঁকে নিখুঁত গেমপ্ল্যানে আটকে দিলেও মোহনবাগানের বিরুদ্ধে গোল করে নর্থইস্টকে জয়ের সরণিতে ফেরাতে মরিয়া হবেন আলাদিন। মোহনবাগান কোচ জোসে মোলিনা অবশ্য একা আলাদিনকে নিয়ে ভাবছেন না। বরং তিনি পুরো নর্থইস্টকে গুরুত্ব দিচ্ছেন। গত কয়েকদিনের প্রস্তুতিতে রক্ষণে বিভিন্ন বিকল্প পরখ করে নিয়েছেন। শুভাশিসরা না থাকায় লেফট ব্যাকে আশিক কুরুনিয়নকে সম্ভবত খেলাবেন মোলিনা। রাইট ব্যাকে আশিস রাই। স্টপারে অলড্রেডের সঙ্গী হয়তো দীপেন্দু। সেখানে বিকল্প হতে পারেন দীপক টাংরিও। ভারতীয় দলেও স্টপারে খেলার অভিজ্ঞতা রয়েছে টাংরির। বাঁ-দিকে আলাদিনকে থামাতে আপুইয়ার সঙ্গে অনিরুদ্ধ থাপাকে বাড়তি দায়িত্ব দিতে পারেন মোলিনা। প্রয়োজনে অভিষেক সূর্যবংশীকেও ব্যবহার করতে পারেন। তৈরি থাকছেন সাহাল আব্দুল সামাদও। আলবার্তো না থাকায় আক্রমণে অতিরিক্ত একজন বিদেশি খেলাতে পারবে দল। তাই গ্রেগ স্টুয়ার্ট শুরু করতে পারেন। তাঁর সঙ্গী হতে পারেন জেসন কামিন্স অথবা জেমি ম্যাকলারেন। দিমিত্রি পেত্রাতোস পরিবর্ত হিসেবে আসতে পারেন।

এই ম্যাচের আগে মোলিনা বলছেন, ‘‘নর্থইস্ট আগের ম্যাচে হেরেছে বলে আমরা হালকা মেজাজে থাকতে পারি না। ওরা ঘরের মাঠে জয়ে ফিরতে চাইবে। আমাদের একশো শতাংশ দিয়ে ম্যাচটা জিততে হবে। আজারেইকে আটকানোর জন্য কোনও বিশেষ পরিকল্পনা নেই। দু-একজনকে নিয়ে ভাবি না। পুরো নর্থইস্টকে নিয়ে পরিকল্পনা করছি। শীর্ষস্থান ধরে রাখতে হলে সব ম্যাচে জয় চাই। সেটাই গুরুত্বপূর্ণ। তাই পরিকল্পনাও আলাদা হয়।” শুভাশিস, আলবার্তোর না থাকা নিয়েও চিন্তিত নন মোলিনা। এই নিয়ে বাগান কোচ বলেন, ‘‘আমার হাতে বিকল্প রয়েছে। আশা করি, ওরাও ভাল খেলবে। দলকে জিততে সাহায্য করবে।”

আরও পড়ুন- বিসিসিআই পেল নতুন সচিব , জয় শাহ’র ছেড়ে যাওয়া জায়গায় এলেন এলেন এই ক্রিকেট কর্তা


spot_img

Related articles

নাম ভাঙিয়ে সুবিধা চাইলেই ব্যবস্থা, দায়িত্ব নিয়েই পুলিশকে কড়া বার্তা নগরপালের

শুক্রবার দায়িত্ব পেয়েই পরের দিন অর্থাৎ শনিবার বড় নির্দেশ দিলেন নগরপাল সুপ্রতিম সরকার। স্পষ্ট জানিয়ে দিলেন, পুলিশ কমিশনারের...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ: মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কমিশনকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অসাংবিধানিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...