Thursday, August 28, 2025

স্পিডব্রেকার হব না: শিণ্ডের দাবি সত্ত্বেও মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে নারাজ শিবসেনা

Date:

বিজেপির নির্ধারিত ব্যক্তিকেই মুখ্যমন্ত্রিত্বের পদে সমর্থন জানাবে শিবসেনা, প্রকাশ্যে ঘোষণা প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের (Eknath Shinde)। এমনকি শিবসেনার (Shivsena) দিক থেকে কোনও স্পিডব্রেকার তৈরি করা হবে না বলেও দাবি করেন তিনি। যদিও শিবসেনার অন্দর থেকেই এই বিবৃতির উল্টো সুর শোনা যাচ্ছে। অনেকেই বিজেপির উচ্চস্তরে শিণ্ডের মুখ্যমন্ত্রিত্বের দাবি তুলে চিঠি পাঠানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি। এই পরিস্থিতিতে হঠাৎই প্রকাশ্যে এসে শিণ্ডে সাংবাদিক বৈঠক নিয়েও শুরু রাজনৈতিক চাপানোতর। বৃহস্পতিবার অমিত শাহর নেতৃত্বে বৈঠকে বসতে চলেছে মহাযুতীর তিন শরিক দল। সেই বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হওয়ার বার্তা দিলেন একনাথ শিণ্ডে।

মঙ্গলবার ইস্তফা দিয়েছেন মহারাষ্ট্রের (Maharashtra) প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবসেনা শিণ্ডে গোষ্ঠীর প্রধান একনাথ শিণ্ডে। সেদিনই দলের নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন তিনি। তারপরে বুধবারেও মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারল না বিজেপি নেতৃত্বাধীন মহাযুতী। এনডিএ জোট শরিক আরপিআই (RPI) প্রধান সাংসদ রামদাস আটওয়ালে মঙ্গলবার দাবি করেছিলেন মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চাইছেন না শিণ্ডে। ফলে বিজেপি হাইকম্যান্ড দেবেন্দ্র ফাড়নবিশকে (Devendra Fadnavis) মুখ্যমন্ত্রী করার যে সিদ্ধান্ত নিয়েছিল তাতে বাধা। শিণ্ডে গোষ্ঠীর বৈঠকের পরে শিবসেনা নেতাদের পক্ষ থেকে বিজেপি উচ্চনেতৃত্বের কাছে চিঠি লিখে দাবি করা হয় শিণ্ডেকেই মুখ্যমন্ত্রী করতে হবে।

শিবসেনা নেতাদের দাবি, নির্বাচনে মহাযুতী (Mahayuti) লড়াই করেছে একনাথ শিণ্ডেকে (Eknath Shinde) সামনে রেখে। মহাযুতী মহারাষ্ট্রে যে বিপুল জয় পেয়েছে তার কারিগর একনাথই। তাই ফের মুখ্যমন্ত্রী পদে তাঁরই বসা উচিত। সেই সঙ্গে ফাড়নবিশকে মুখ্যমন্ত্রী করে শিণ্ডেকে উপ-মুখ্যমন্ত্রী করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাও তাঁরা মানছেন না বলে স্পষ্ট দাবি করেন। কার্যত মহারাষ্ট্রে বিজেপির একাধিপত্বে আপত্তি জানান শিবসেনা নেতা কর্মীরা।

এরপরই সাংবাদিকদের মুখোমুখি শিণ্ডে। তাঁর দাবি, নির্বাচনের আগে সর্বশক্তি দিয়ে তিনি প্রচারের কাজ করেছেন। রাতে ২-৩ ঘণ্টা বিশ্রাম নিয়ে পরের দিনের প্রচার সেরেছেন। তবে মুখ্যমন্ত্রীর পদের জন্য নয়, তিনি আজীবন কর্মী হিসাবেই থেকে যেতে চান। বিজেপি মুখ্যমন্ত্রী পদের জন্য যাঁকে নির্দিষ্ট করবে তাঁকেই মেনে নেবে শিবসেনা, কোনও গতি রোধ তাঁদের তরফ থেকে হবে না বলে দাবি করেন তিনি। তবে তাঁর বক্তব্যের উল্টোসুর তাঁর শিবিরে। যদিও রাজনীতিকদের একাংশের মতে প্রকাশ্যে বিজেপিকে সমর্থনের বার্তা দিলেও বিজেপিকেই চাপে রাখতে চাইছেন শিণ্ডে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version