কলকাতা মেডিক্যাল কলেজের দোতলায় আগুন! ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন

ছুটির দিনে শহরে ফের আগুন! রবিবার কলকাতা মেডিক্যাল কলেজে আগুন। আগুন লাগল কলকাতা মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দো’তলায়। রবিবার রাত ৯টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে।

রবিবার রাত্রে হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের শৌচাগারে হঠাৎ আগুনের শিখা দেখতে পান রোগীর পরিজনেরা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন- সোমে শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন: দুই গুরুত্বপূর্ণ বিলে আলোচনা