অবশেষে বিরাট কোহলির ব্যাট থেকে দেখা মিলেছে শতরানের। রবিবার পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে ওঠেন বিরাট। ১০০ রানে অপরাজিত তিনি। কোহলির এই কামব্যাকে খুশি অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় চলছে কোহলিকে নিয়ে উচ্ছ্বাস। আর এরই মধ্যে সামনে এল বিরাট পুত্র অকায় কোহলি। যদিও এই ছবির সত্যতা যাছাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

হ্যাঁ ঠিকই শুনছেন। নিজের সন্তানদের ক্যামেরার সামনে আনেন না বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। তবে রবিবার পারথ টেস্টে হঠাৎই ভাইরাল বিরুষ্কাপুত্র অকায়। যা নিমিষের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি অকায়ের জন্ম হয়। তারপরে সোশাল মিডিয়ায় সুখবর দেন বিরাট ও অনুষ্কা। ছেলের নাম রাখেন অকায়। অকায়ের জন্মের পরই অনুরাগীদের কৌতুহল ছিল কেমন দেখতে হল বিরাট-অনুষ্কার পুত্রসন্তান? অনেকেই অকায়ের মুখদর্শনের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষা এতদিনে পূরণ হল। পারথ টেস্টের মাঝেই ক্যামেরায় ধরা পড়ে অকায়ের মিষ্টি ছবি।

Akaay Kohli Looks Cute 🥰. pic.twitter.com/8QNUrPf8J4
— 𝐉𝐨𝐝 𝐈𝐧𝐬𝐚𝐧𝐞 (@jod_insane) November 24, 2024
উল্লেক্ষ্য, ২০২১ সালের ১১ জানুয়ারি বিরাট-অনুষ্কার প্রথম সন্তান মেয়ে ভামিকার জন্ম হয়। সেই থেকেই মেয়েকে আড়ালে রেখেছেন তারকা দম্পতি। মাঝে ভামিকার ছবিও ফাঁস হয়ে গিয়েছিল। আর তার জন্য সেসময় সংবাদমাধ্যমকে একহাত নিয়েছিলেন বিরাট দম্পতি।

আরও পড়ুন- নিলামের টেবিলে ঝড় পন্থ-শ্রেয়সের, IPL-এর দামি ক্রিকেটার কে ?

