আইসিসির চেয়ারম্যান পদে বসলেন জয় শাহ, জানালেন আগামী লক্ষ্য

এদিন দায়িত্ব নিয়ে জয় শাহ বলেন, “ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত।

0
1

অবশেষে প্রতিক্ষার অবসান। আইসিসির চেয়ারম্যান পদে বসলেন জয় শাহ। প্রত্যাশা মতোই ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যানের কার্যভার গ্রহণ করলেন জয়। ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। আগস্ট মাসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব ছেড়ে এবার বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থার চেয়ারম্যান পদে জয় শাহ। আর দায়িত্ব নিয়েই, আগামীর লক্ষ্যের কথা জানিয়ে দিলে আইসিসির চেয়ারম্যান।

এদিন দায়িত্ব নিয়ে জয় শাহ বলেন, “ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আইসিসির পরিচালক এবং সদস্য বোর্ডগুলির সমর্থন এবং বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ক্রিকেটের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সময়। আমরা এখন ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির জন্যও কাজ করছি আমরা। চেষ্টা করা হচ্ছে খেলাটাকে আরও আকর্ষণীয় করার। তিন ধরনের ক্রিকেটকেই এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের ক্রিকেটেরও বিশ্বব্যাপী প্রসারের চেষ্টা করা হচ্ছে। আমাদের সব সুযোগ কাজে লাগাতে হবে। আইসিসির সব কমিটি এবং সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে চাই।“

আইসিসির চেয়ারম্যান পদে ছিলেন গ্রেগ বার্কলে। তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন জয় শাহ। ২০০৯ সালে প্রথম ক্রিকেট প্রশাসনে এসেছিলেন জয় শাহ। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে তাঁর কাজ শুরু। বিসিসিআইয়ে কনিষ্ঠতম সচিবও তিনি।

আরও পড়ুন- প্রকাশ্যে এল জুনিয়র হিটম্যানের নাম, ছেলের নাম কি রাখলেন রোহিত-রীতিকা ?