Friday, November 7, 2025

মেয়াদ বাড়তে পারে জেপিসির! ওয়াকফ নিয়ে প্রবল চাপে মোদি সরকার

Date:

Share post:

বড় রকমের কোনও পরিবর্তন না হলে ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে পিছু হটতে বাধ্য হচ্ছে মোদি সরকার৷ সূত্রের দাবি, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের শুরুতেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গঠিত জেপিসি বা যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধি করতে পারে মোদি সরকার৷

বিরোধী শিবির বিশেষত, তৃণমূল কংগ্রেসের তীব্র প্রতিবাদ ও বিরোধিতার জেরেই মোদি সরকারের এই সম্ভাব্য পশ্চাদপসারণ, দাবি জানানো হয়েছে সংসদীয় সূত্রে৷ ওয়াকফ সংশোধনী বিলের মত স্পর্শকাতর বিষয়ে সংখ্যালঘুদের অধিকার খর্ব করার মত কোনও পদক্ষেপকে তাঁরা মান্যতা দেবেন না, সাফ দাবি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে৷ সরকারি কমিটির রাজ্য সফর বয়কট করেছেন তৃণমূল প্রতিনিধিরা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দেখানো পথেই প্রতিবাদে সামিল হয়েছে অন্য বিরোধী দলগুলিও৷

আরও পড়ুন- মণিপুর ইস্যুতে সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুলল তৃণমূল

পর্যাপ্ত সময় না নিয়ে কেন তাড়াহুড়ো করে ওয়াকফ বিলকে পর্যালোচনা করা হবে ? প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির৷ তাদের এই আপত্তিকে এড়িয়ে এগোনোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মোদি সরকার৷ এই প্রসঙ্গেই সামনে আসছে অন্য একটি তথ্যও৷ এনডিএ সরকারে শরিক দল টিডিপি প্রবল আপত্তি জানিয়েছে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে৷ টিডিপি এবং বিরোধী শিবির- সরকারের ভিতরে ও বাইরে তৈরি দ্বিমুখী চাপের মুখে পড়েই অবশেষে ওয়াকফ সংশোধনী বিলকে দ্রুত পাস করানোর অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে মোদি সরকার৷ সংসদীয় সূত্রের দাবি, আসন্ন শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মোদি সরকারের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতীকী প্রতিবাদ মিছিলের আয়োজন করতে পারেন বিরোধী শিবিরের সংখ্যালঘু সাংসদরা৷

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...