Tuesday, December 2, 2025

মেয়াদ বাড়তে পারে জেপিসির! ওয়াকফ নিয়ে প্রবল চাপে মোদি সরকার

Date:

Share post:

বড় রকমের কোনও পরিবর্তন না হলে ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে পিছু হটতে বাধ্য হচ্ছে মোদি সরকার৷ সূত্রের দাবি, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের শুরুতেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গঠিত জেপিসি বা যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধি করতে পারে মোদি সরকার৷

বিরোধী শিবির বিশেষত, তৃণমূল কংগ্রেসের তীব্র প্রতিবাদ ও বিরোধিতার জেরেই মোদি সরকারের এই সম্ভাব্য পশ্চাদপসারণ, দাবি জানানো হয়েছে সংসদীয় সূত্রে৷ ওয়াকফ সংশোধনী বিলের মত স্পর্শকাতর বিষয়ে সংখ্যালঘুদের অধিকার খর্ব করার মত কোনও পদক্ষেপকে তাঁরা মান্যতা দেবেন না, সাফ দাবি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে৷ সরকারি কমিটির রাজ্য সফর বয়কট করেছেন তৃণমূল প্রতিনিধিরা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দেখানো পথেই প্রতিবাদে সামিল হয়েছে অন্য বিরোধী দলগুলিও৷

আরও পড়ুন- মণিপুর ইস্যুতে সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুলল তৃণমূল

পর্যাপ্ত সময় না নিয়ে কেন তাড়াহুড়ো করে ওয়াকফ বিলকে পর্যালোচনা করা হবে ? প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির৷ তাদের এই আপত্তিকে এড়িয়ে এগোনোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মোদি সরকার৷ এই প্রসঙ্গেই সামনে আসছে অন্য একটি তথ্যও৷ এনডিএ সরকারে শরিক দল টিডিপি প্রবল আপত্তি জানিয়েছে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে৷ টিডিপি এবং বিরোধী শিবির- সরকারের ভিতরে ও বাইরে তৈরি দ্বিমুখী চাপের মুখে পড়েই অবশেষে ওয়াকফ সংশোধনী বিলকে দ্রুত পাস করানোর অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে মোদি সরকার৷ সংসদীয় সূত্রের দাবি, আসন্ন শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মোদি সরকারের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতীকী প্রতিবাদ মিছিলের আয়োজন করতে পারেন বিরোধী শিবিরের সংখ্যালঘু সাংসদরা৷

spot_img

Related articles

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...

উচ্চ মাধ্যমিকে ১২ পাতার মধ্যেই উত্তর বাধ্যতামূলক, নয়া নির্দেশ জারি সংসদের

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে শিক্ষার্থীরা...