Saturday, December 6, 2025

চেন্নাইয়ানকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান

Date:

Share post:

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ান এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। এই জয়ের ফলে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে জোসে মোলিনার দল। সমসংখ্যক ম্যাচ খেলে এবং পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু এফসি। এদিন বাগানের হয়ে গোলটি করেন বদলি হিসেবে নামা জেসন কামিন্স।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি-আক্রমণের লড়াই। ম্যাচের প্রথমার্ধে মনবীরের বাড়ানো বল থেকে গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন দিমি। কিন্তু গোলের মুখ খুলতে পারেননি। তবে চেন্নাইয়ানকে সব সময় চাপে রেখেছিলেন লিস্টন। বাঁদিক থেকে বার বার তিনি ঢুকে পড়ছিলেন বক্সের মধ্যে। তাঁর একটি গোলার মতো শট বাঁচিয়ে দেন চেন্নাইয়ের গোলকিপার মহম্মদ নাওয়াজ। তারপরও বক্সের মধ্যে একাধিক সুযোগ তৈরি করেছিলেন লিস্টন। প্রথমার্ধের দীর্ঘ সময় চাপ বাড়িয়েছিল চেন্নাইও। কিন্তু প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেনি কোন দলই। যার ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল গোলশূন্য।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরবর্তন করেন মোলিনা। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন আশিক কুরুনিয়ন, জেসন কামিন্স, গ্রেগ স্টুয়ার্টরা। আর তাতেই বদলে যায় ম্যাচের রং। একের পর এক আক্রমণ চালান কামিন্স , স্টুয়ার্টরা। যার ফলে ম্যাচের ৮৬ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানকে গোল করে এগিয়ে দেন কামিন্স। স্টুয়ার্টের একটা শট বারে লেগে ফেরে। ফিরতি বল থেকে বাঁ পায়ের বাঁকানো শটে জালে বল জড়িয়ে দেন কামিন্স। আর এতেই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ১-০ গোলে জয় পায় মোলিনার দল।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই-এর হাইব্রিড মডেল মানতে রাজি পিসিবি, তবে আইসিসিকে শর্ত তিন


spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...