Tuesday, November 4, 2025

রাজ্যে আরও তিনটি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ-রামকৃষ্ণের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরেও

Date:

রাজ্যে আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় (University) তৈরি হচ্ছে। শীতকালীন বিধানসভা অধিবেশনেই এই সংক্রান্ত বিল আনা হচ্ছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় তৈরির জন্য চিহ্নিত হয়ে গিয়েছে জায়গা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুরে তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) , রামকৃষ্ণদেবের (Ramakrishnadev) নামে আরও দু’টি বিশ্ববিদ্যালয় তৈরির জন্যও বিল (Bill) আনা হচ্ছে।

রাজ্য বিধানসভায় (Assembly) অধিবেশন চলছে। এই অধিবেশনেই বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল (University Bill) আনা হচ্ছে। এই বিলের উপর আলোচনাও হবে বিধানসভার অধিবেশনে। ‘দ্য ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল ২০২৪’ নিয়ে একটি বিল আনা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় গঠিত হবে ভবানীপুর গুজরাতি এডুকেশন সোসাইটির উদ্যোগে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে এই বিশ্ববিদ্যালয় তৈরির জন্য পরিকাঠামো নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলির ধনেখালিতে এবং খড়দহের আগরপাড়ায় হবে রামকৃষ্ণ পরমহংস দেব বিশ্ববিদ্যালয়। এই দুই বিশ্ববিদ্যালয়ের জন্যই পৃথক দু’টি বিল আসছে। ‘দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল ২০২৪’ এবং ‘দ্য রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয় বিল ২০২৪’ নিয়ে মঙ্গলবার বিধানসভার অধিবেশনে আলোচনা হবে। হুগলির ধনেখালিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরির সঙ্গে যুক্ত দ্য কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট আর খড়দহে বিশ্ববিদ্যালয় তৈরির সঙ্গে যুক্ত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। বাংলার উচ্চশিক্ষার প্রসারে এই তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (private universities) পরিকল্পনা রাজ্য সরকারের সদর্থক ভাবনাকে বলে মনে করছে শিক্ষা মহল।

Related articles

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...
Exit mobile version