মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু’ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায় ৪০০ যাত্রী! বিদ্যুৎ বিচ্ছিন্ন কামরায় আতঙ্কে দমবন্ধ হওয়ার পরিস্থিতি। বাইরে থেকে যান্ত্রিক সিঁড়ি ব্যবহার করে যাত্রীদের উদ্ধার দমকল বাহিনীর।

–

জানা গেছে বৃষ্টি বিপর্যস্ত বাণিজ্য নগরীতে বহু ট্রেন পরিষেবা বন্ধ থাকায় মঙ্গলের সন্ধ্যায় মনোরেলে ভিড় বাড়ে। অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনটি একদিকে হেলে যায়। এরপর বিদ্যুৎ বিভ্রাট শুরু হতেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে। সওয়া ৬টা নাগাদ চেম্বুর এবং ভক্তি পার্ক স্টেশনের মধ্যবর্তী এলাকায় মনোরেল আটকে পড়ে। ভিতরে এসি বন্ধ হয়ে যাওয়াই অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। কেউ কেউ জানলা ভেঙে লাফ দেওয়ার চেষ্টা করেন। প্রায় দু’ঘণ্টা ধরে দমবন্ধ পরিস্থিতিতে আটকে থাকার পর দমকলের কয়েকটি ক্রেন ও ল্যাডারের সাহায্যে যাত্রীদের উদ্ধার করা হয় বলে জানা গেছে। কেন এই ঘটনা তা জন্যে তদন্ত শুরু হয়েছে।

–

–

–

–

–

–

–
