Monday, August 25, 2025

মহিলাদের বিশেষ ধন্যবাদ: মোদির মুখে শুধুই মহারাষ্ট্রের জয়, ঝাড়খন্ড নামমাত্র

Date:

মহারাষ্ট্রের ক্ষমতা ধরে রাখা মহাযুতী (Mahayuti) জোটকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। জয় উদযাপন করতে দিল্লিতে দলের কেন্দ্রীয় সদর দপ্তরে সমর্থক কর্মীদের উদ্দেশ্যে মোদির বার্তা মহারাষ্ট্রের (Maharashtra) জয় ঐতিহাসিক। এর আগে মহারাষ্ট্রে এত বেশি আসনে কোনও দল বা কোনও ভোটমুখী জোট পায়নি, দাবি মোদির। এই জয় যে মহিলাদের জন্য সম্ভব হয়েছে স্বীকার করলেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে স্বীকার করলেন ঝাড়খণ্ডের (Jharkhand) উন্নতির জন্য এবার থেকে কাজ করবে বিজেপি।

মহারাষ্ট্র ও ঝাড়খন্ড নির্বাচনের ফলাফলের পর দেশের মানুষ, বিশেষত কৃষক ও যুব সম্প্রদায়কে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশেষ ধন্যবাদ জানালেন মহারাষ্ট্রের মহিলাদের। এই রাজ্যে একনাথ শিণ্ডে সরকার নির্বাচনের আগে বাংলার অনুকরণে মহিলাদের অনুদান প্রকল্পের ঘোষণা করায় জয়ের পথ সহজ হয়েছে তা নরেন্দ্র মোদির কথাতেই পরিষ্কার।

মহারাষ্ট্রের নির্বাচনে অনগ্রসর শ্রেণীর (OBC) ভোটকে এক জায়গায় করেই যায় বিজেপির জোটের জয় সম্ভব হয়েছে স্বীকার করলেন মোদি। বিজেপির প্রচার করা ‘এক হ্যায় তো সেফ হ্যায়’ এই মন্ত্রেই যে জয় এসেছে এদিন জানালেন মোদি।

কংগ্রেসকে (Congress) এক হাত নিয়ে মোদির দাবি কংগ্রেস একটি পরজীবী দলে পরিণত হয়েছে। এই সত্য আগেই প্রমাণিত হয়েছে সিকিম, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা নির্বাচনে। মহারাষ্ট্রেও এবার তারই প্রতিফলন। তাঁর দাবি মহারাষ্ট্রের মানুষ পরিবারবাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। নাম না করে উদ্ভব ঠাকরের (Uddhav Thackeray) সমালোচনা মোদির মুখে।

তবে ঝাড়খন্ডে (Jharkhand) শুধুমাত্রই ভোট রাজনীতি খেলা বিজেপি হেমন্ত সোরেনের (Hemant Soren) নেতৃত্বাধীন জোটকে প্রর্যুদস্ত করতে না পেরে সেখানে কোণঠাসা। ঝাড়খণ্ডের নাগরিকদের প্রণাম জানিয়ে মোদির দাবি এবার থেকে বিজেপি ঝাড়খণ্ডের উন্নতিতে আরো বেশি করে কাজ করবে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version