Thursday, August 21, 2025

উচ্চ প্রাথমিকে শিক্ষক যোগদানের সমস্যা কাটাতে বড় পদক্ষেপ শিক্ষা দফতরের

Date:

সুপারিশ পত্র নিয়ে উচ্চ প্রাথমিক স্কুলে যোগদান করতে গিয়ে চাকরিপ্রার্থীদের সমস্যার সমাধানে এবার সরকারি নির্দেশিকা জারি করতে চলেছে শিক্ষা দফতর (Department of Education) ।প্রার্থীদের অভিযোগ অনেক স্কুলে ম্যানেজিং কমিটির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় কমিশনের সুপারিশ পত্র নিয়ে গিয়েও নিয়োগপত্র কে দেবেন তা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে স্কুলে। ফলে চাকরিতে যোগদান করতে দেরি হচ্ছে। হয়রানির খবর পাওয়া মাত্রই, সরকারি নির্দেশিকা জারি হতে চলেছে বলে এসএসসি (SSC) সূত্রে জানা যাচ্ছে।

উচ্চ প্রাথমিকে দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং চলতি মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে শুরু হবে। যদি এখনও সূচি প্রকাশিত হয়নি। এর মাঝেই নিয়োগপত্র সংক্রান্ত জটিলতার অভিযোগ উঠলেও শিক্ষা দফতর স্পষ্ট জানিয়েছে যে কোন স্কুলে পরিচালন সমিতি না থাকলে সে ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক জেলা স্কুল পরিদর্শক বা ডিআইকে জানাবেন। এরপর DI কমিশনার অফ স্কুল এডুকেশনের (Commissioner of School education) অনুমতি নিয়ে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীকে স্কুলে যোগ দেওয়ার অনুমতি দেবেন। এটা নিয়ে কোন জটিলতা তৈরি হওয়া বা এই কাজে দেরি হওয়ার প্রশ্নই ওঠে না। নবনির্মিত যদি স্কুলে প্রশাসক না থাকে বা চাকরিপ্রার্থী নামের বানানে কোন সমস্যা থাকে এক্ষেত্রে নিয়োগ পত্র দিতে অসুবিধা হচ্ছে। যদিও স্কুল সার্ভিস কমিশন (SSC ) জানিয়েছে যতটা সম্ভব সংশোধন করে দেওয়া হয়েছে। বাকি সমস্যার কথা শিক্ষা দফতরকে জানানো হয়েছে। এই অসুবিধা দূর করে কোন কোন ক্ষেত্রে কী কী পদক্ষেপ করতে হবে তা নিয়ে দ্রুত নির্দেশিকা জারি করবে দফতর।


Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...
Exit mobile version