Thursday, August 28, 2025

ভোট কুশলী হওয়া আর ময়দানে নেমে লড়াই করা এক জিনিস নয়- ভালোই বুঝলেন প্রশান্ত কিশোর। বিহারের নির্বাচনে প্রথমবার লড়াই করতে নেমেই ডুবল পিকের জন সুরজ দল। এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেমেছিল পিকের দল। চারটি আসনেই বিরাট ব্যবধানে লজ্জার হার পিকের প্রার্থীদের।

বিহারের উপনির্বাচনে প্রথমবার নির্বাচনী লড়াইতে নেমেছে প্রশান্ত কিশোরের নতুন দল জন সুরজ পার্টি। তবে বিহারের চারকেন্দ্রের মধ্যে একটিতেও জয় পাইনি তারা। এমনকী কোথাও দ্বিতীয় স্থানেও আসেনি। তারারি কেন্দ্রে তৃতীয়, রামগড় কেন্দ্রে চতুর্থ, ইমামগঞ্জে তৃতীয় ও বেলাগঞ্জে তৃতীয় স্থানে রয়েছে প্রশান্ত কিশোরের দল।

ভোট কুশলী হিসেবে প্রথমে গুজরাটে নরেন্দ্র মোদির নির্বাচন, পরে বিজেপির অন্যান্য ভোট এবং সবশেষে ২০২১-এর বাংলায় তৃণমূলের ভোট কুশলী হিসেবে কাজের পরে পিকে জানিয়েছিলেন, আর এই দায়িত্বই থাকবেন না। তিনি তারপর নিজেই দল গঠন করেন। অবশ্য ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বাংলার ফল নিয়ে পিকে যা বলেছিল তা কিছুই মেলেনি। এমনকী, দেশের নিরিখে গেরুয়া শিবিরের প্রতি যে দুর্বলতা পিকের দেখা গিয়েছিল তার কোনও প্রতিফলন পড়েনি ভোটের বাক্সে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে প্রশান্ত কিশোরকে বলেছিলেন ‘ওভার রেটেড’। এদিন নির্বাচনের ফল প্রকাশের পরে সেই কথাই যেন মিলে গেল। অর্থাৎ ভোট কুশলী হিসেবে বাইরে থেকে যদিও কিছু রণকৌশল সাজিয়ে দলকে এগিয়ে নেওয়া যাওয়ার কাজ করতে পারেন পিকে, তবে রাজনীতির ময়দানে এখনও একেবারেই আনাড়ি তিনি।

আরও পড়ুন- নতুন পথে চলে পথ হারালেন যাঁরা, পরাজিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version