Wednesday, January 14, 2026

চন্দননগরে ডাকাতদের হাতে খুন ছ’বছরের শিশু? বাবার দাবি ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

চন্দননগরে ছ’বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য।শিশুটির বাবার দাবি, বাড়িতে ডাকাত পড়েছিল। তারাই লুটপাট চালানোর আগে শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুন করেছে। বৃহস্পতিবার সকালে পুলিশকে লিখিত ভাবে বিষয়টি জানান তিনি।যদিও, সকালেই ঘটনার তদন্তে সেখানে যান চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন চন্দননগরের ডিসিপি অলকানন্দ ভাওয়াল এবং চন্দননগর থানার আইসি শুভেন্দু বন্দ্যোপাধ্যায়।

ছ’বছরের ওই শিশুর বাবা নবকুমার বিশ্বাস জানিয়েছেন, সকালে দেখি আলমারিতে চাবি ঝুলছে। স্ত্রী জানায়, সে আলমারি খোলেনি। লকারে চল্লিশ হাজার টাকা আর কিছু গয়না ছিল। সেগুলো পাইনি। মনে হচ্ছে বাড়িতে ডাকাত এসেছিল। তারাই আমার ছেলেকে শ্বাসরোধ করে মেরেছে।প্রসঙ্গত, বুধবার চন্দননগর কুন্ডুঘাট এলাকায় ছ’বছরের শিশু নিখিল বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যু হয়। তার বাবা নবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। তিনি সকালে কাজে গিয়েছিলেন। দুপুরে শিশুকে একা বাড়িতে রেখে তার মা তনুশ্রী কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। ওই দম্পতির মেয়ে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল। মা আর দিদি বিকেলে ফিরে এসে দেখেন দোতলার ঘরে নিখিল ঘুমিয়ে আছে। উঠছে না দেখে ডাকতে যায় দিদি।কোনও ডাকাডাকাতে না ওঠায় তার গায়ে হাত দিয়েই তারা চমকে ওঠেন। কারণ, ততক্ষণে নিখিলের হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে। সেই অবস্থায় তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

শিশুটির মা তনুশ্রী বলেন, ছেলে কার্টুন দেখছিল। পরে মেয়ে এসে দেখে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। ভাইকে ডাকতে গিয়ে দেখে বমি করে ফেলেছে। ওর বাবাকে ফোন করে জানানো হয়। পরিবারের তরফে জানানো হয়, ওই শিশুর কোনও অসুস্থতা ছিল না।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

spot_img

Related articles

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...

পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

১০০-র পাশাপাশি এবার ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে...

কসবা আইন কলেজ কাণ্ডে চার্জ গঠন, বিচার শুরু ২৭ জানুয়ারি

কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...