Sunday, November 9, 2025

মার্শাল ল-তে পালাবদল দক্ষিণ কোরিয়ায়! রাষ্ট্রপতি ইউনের গ্রেফতারির দাবিতে পথে দেশবাসী

Date:

গোটা বিশ্বে গণতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে উঠে আসা দক্ষিণ কোরিয়ায় (South Korea) রাতারাতি গণতন্ত্রের উপর শঙ্কা। গভীর রাতে মার্শাল ল (Marshall Law) জারি করলেন রাষ্ট্রপতি ইউন সাক ইওল (Yoon Suk Yeol)। নাগরিক প্রতিবাদের জিরে তা প্রত্যাহার করে নিতেও বাধ্য হলেন। এরপরই বুধবার সংসদে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীদল।

মার্শাল ল জারির পিছনে উত্তর কোরিয়াকে দায়ী করেন রাষ্ট্রপতি ইউন (Yook Suk Yeol) । উত্তর কোরিয়ার (North Korea) আগ্রাসী মনোভাবের থেকে দক্ষিণ কোরিয়াকে (South Korea) রক্ষা করার জন্য রাতারাতি মার্শাল ল (Marshall Law) জারি করার নির্দেশ দেন তিনি। এরপরই সিল করে দেওয়া হয় ন্যাশানাল অ্যাসেম্বলি (NAtional Assembly)। অ্যাসেম্বলি চত্বর ঘিরে নেয় সেনাবাহিনী। বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকে সরকার পক্ষ।

প্রধানমন্ত্রী হান ডাক-সু-এর (Han Duck-soo) কাছেও রাষ্ট্রপতির এই মার্শাল ল জারি অনভিপ্রেত ছিল। তবে জরুরি আধিকারিকদের বৈঠক ও সাধারণ জনগণের বিক্ষোভের জেরে রাতারাতি মার্শাল ল প্রত্যাহার করে নেন রাষ্ট্রপতি ইউন। আমেরিকা, ইংল্যান্ড ও জাপান ইউনের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অনভিপ্রেত ও গণতন্ত্রের পক্ষে আশঙ্কাজনক বলে দাবি করে।

তবে সকালের আলো ফুটতেই পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। মার্শাল ল জারির বিরোধিতায় হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করেন রাজধানী সিওলের (Seol) পথে। প্রধান বিরোধী দলের সাংসদ জুন কিম দাবি করেন মার্শাল ল জারির গুঞ্জন শোনা গেলেও মঙ্গলবার রাতের ঘোষণা একেবারেই বিস্ময়কর। বুধবার সকালে বিরোধী দলের তরফ থেকে অনাস্থা প্রস্তাব আনা হয়। ফলে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী হানের সরকার। তবে ৭২ ঘণ্টার মধ্যে বিরোধীদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version