Friday, November 7, 2025

গাড়ির পিছনে ধাওয়া করে ফিল্মি কায়দায় ডাকাত ধরল পুলিশ, রুখল ব্যাঙ্ক ডাকাতি

Date:

ব্যাঙ্কের (Bank) শাটার ভেঙে অপারেশন চলছিল। পুলিশ (Police) আসার টের পেতেই গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাতদল (Robber)। সঙ্গে সঙ্গেই পিছনে ধাওয়া করে পুলিশ। ফিল্মি কায়দায় রামনগর থানার পুলিশ তিন ডাকাতকে পাকড়াও করে। ব্যাঙ্কে ডাকাতি (Bank Robbery) রুখে দেয় তারা। সশস্ত্র ডাকাতদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা সম্ভব হলেও চারজন পালিয়ে যায়।

মঙ্গলবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের (East Midnapur) রামনগরে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা।
রাত প্রায় দেড়টা নাগাদ সত্যেশ্বরপুর সমবায় ব্যাঙ্কের শাটার ভেঙে ভিতরে ঢোকে সাত ডাকাত। তারপর ভল্ট কেটে ডাকাতির চেষ্টা চলছিল। বাইরে রাখা ছিল গাড়ি। সেই সময় ব্যাঙ্কের সামনে দিয়ে যাচ্ছিলেন জনৈক ব্যক্তি। ব্যাঙ্কের সামনে গাড়ি দেখে তাঁর সন্দেহ হয়। তিনি শোনের ব্যাঙ্কের ভিতর থেকে বিকট আওয়াজ আসছে। তৎক্ষণাৎ তিনি পুলিশকে। পুলিশ আসছে দেখেই ব্যাঙ্কের ছাদ থেকে ডাকাতরা লাফিয়ে পালানোর চেষ্টা করে গাড়িতে উঠে। সেই গাড়ির পিছু নেয় পুলিশ। রামনগরের রাস্তায় তীব্র গতিতে পালনোর সময় ডাকাতদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লাইট পোস্টে। তারপর গাড়ি ফেলে ছুটে পালানোর চেষ্টা করে ডাকাতরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যায় তিন ডাকাত. চারজন পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল ইকবাল হোসেন সাহা, নুরুদ্দিন মল্লিক, এয়সান মল্লিক। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। একাধিক ম্যাপ উদ্ধার হয়েছে তাদের কাছে। এই ডাকাতদলের আরও ডাকাতির পরিকল্পনা ছিল। আগ্নেয়াস্ত্র ও দরজা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। পুলিশ মনে করছে, বড়সড় গ্যাং রয়েছে এই ডাকাতদের। বাকিদের খোঁজ চলছে।

আরও পড়ুন- মার্শাল ল-তে পালাবদল দক্ষিণ কোরিয়ায়! রাষ্ট্রপতি ইউনের গ্রেফতারির দাবিতে পথে দেশবাসী


Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version