‘ইতি মা’র অস্কার মনোনয়নে উচ্ছ্বসিত বাণী কুমারের নাতি, গীতিকারের মুখে চন্দ্রিলের নাম

অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-এর (Academy Awards) নমিনেশনে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর (Imon Chakraborty) গাওয়া ‘ ইতি মা’ জায়গা করে নেওয়ার পর থেকেই চর্চায় অনির্বাণ। খবর পাওয়া মাত্রই উচ্ছ্বসিত গীতিকার সবার আগে মনে করলেন দাদু বাণী কুমার ওরফে বৈদ্যনাথ ভট্টাচার্যএবং দাদা চন্দ্রিল ভট্টাচার্যের (Chandril Bhattacharya) কথা। কালজয়ী ‘মহিষাসুরমর্দিনী’র রচনা যাঁর হাতে সেই বাণী কুমারের নাতি অনির্বাণ পেশায় সংবাদ সংবাদমাধ্যমের কর্মী। কাজের পাশাপাশি নাটক- সাহিত্যে লেখালেখি চলে প্যাশনের তাগিদে। অস্কারের (Oscar) সেরা ৮৯ গানের মধ্যে তাঁর লেখা গান নথিভুক্ত হওয়ায় কী প্রতিক্রিয়া দেবেন বুঝতে পারছেন না। জানালেন, এই অনুভূতি সত্যিই খুব অদ্ভুত।

বাংলা সিনেমার (Bengali movie) বাংলা গান আগামী বছরের অস্কারের দৌড়ে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ সিনেমার ‘ইতি মা’ গানটি অনির্বাণ লিখেছেন।সায়ন গঙ্গোপাধ্যায়ের সুরে গেয়েছেন ইমন চক্রবর্তী। সম্পর্কে চন্দ্রিল ভট্টাচার্য তাঁর দাদা হন। তাই সুখবর পাওয়া মাত্রই দাদু আর দাদা কথাই সবার আগে মাথায় এসেছিল। অনির্বাণের জানান, ‘ছোটবেলা থেকেই দাদু বাণী কুমারের কথা শুনে বড় হয়েছি। দাদা তো জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এই দুটো মুখই ভেসে উঠেছিল চোখের সামনে। এই গানটা আসলে একটি কন্যাসন্তানের, আমি নিজে একজন কন্যাসন্তানের বাবা। ওর জন্মের পর থেকে পৃথিবীটাকে দেখার দৃষ্টিভঙ্গি পালটে গিয়েছে।’ জোকার’, ‘লায়ন কিং’-এর মতো আন্তর্জাতিক সিনেমার গানের সঙ্গে পাল্লা দেবে তাঁর লেখা গান, এখনও বিশ্বাস হচ্ছে না অনির্বাণের।