কবে তদন্তের সমাপ্তি হবে? পার্থ মামলায় ইডি-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

আদালতকে মানবাধিকারের (Human Rights) উপর ভারসাম্য বজায় রাখতে হবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)

পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলায় ফের শীর্ষ আদালতের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রশ্ন কতদিনে কেন্দ্রীয় সংস্থা এই মামলায় কোনও যুক্তিপূর্ণ সমাপ্তি টানতে পারবে। এর আগেও দীর্ঘ মেয়াদি ইডি তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছিল সর্বোচ্চ আদালত। বুধবার জামিন মামলার শুনানিতে রায়দান স্থগিত (reserved) রাখেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ।

নিয়োগ মামলায় প্রায় আড়াই বছর জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সিবিআই (CBI) ও ইডি (ED) দুই তদন্তকারী সংস্থার তদন্তে জেলবন্দি তিনি। বুধবার ইডি মামলায় জামিনের দাবির শুনানিতে কেন্দ্রীয় সংস্থা এই মামলায় পার্থর যোগের বিবরণ তুলে ধরে জামিনের বিরোধিতা করে। ইডি-র জামিন না দেওয়ার এই মনোভাবকে পার্থর আইনজীবী মুকুল রোহতগি মানসিক ‘উৎপীড়নকারী সুখ’ (sadistic pleasure) বলে দাবি করেন। সেই সঙ্গে আড়াই বছর ধরে তার জেলবন্দি থাকার তথ্যও পেশ করেন। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অসুস্থতা নিয়েও এদিন সওয়াল করেছেন মুকুল রোহাতগি৷ তাঁর দাবি, আদালতে শুনানি চলাকালীন সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন পার্থ৷ এর বিরোধিতা করেন ইডির আইনজীবী এস ভি রাজু৷ তাকে বাধা দিয়ে বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া তাঁর পর্যবেক্ষণে বলেন, কোনও ব্যক্তির অসুস্থতাকে লঘু করে দেখানো যায় না৷

সময় নিয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে দাঁড়ানো অতিরিক্ত সলিসিটর জেনারেলকে (ASG) প্রশ্ন করেন বিচারপতি সূর্য কান্ত। তাঁর প্রশ্ন, কী রকম সময়ে ইডি তাঁদের তদন্তের যুক্তিসঙ্গত সমাপ্তি ঘটাতে পারবে, তার হিসাব দাবি করে সর্বোচ্চ আদালত। আদালতকে মানবাধিকারের (Human Rights) উপর ভারসাম্য বজায় রাখতে হবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)। সাম্প্রতিক তদন্ত প্রক্রিয়ায় জামিন দেওয়ায় কিছুটা পিছিয়ে এলে জামিন দেওয়া দীর্ঘদিন স্থগিত থাকতে পারে না বলেও পর্যবেক্ষণ বিচারপতি সূর্য কান্তর। পার্থ সম্পর্কিত তদন্তে জামিনের অধিকারী হলে তিনি জামিন পাবেন বলেই উল্লেখ সুপ্রিম কোর্টের। এদিন রায়দান স্থগিত রাখেন দুই বিচারপতির বেঞ্চ।