Sunday, November 16, 2025

রাহুলের থেকে ভালো নেতা অভিষেক: দিলীপের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা

Date:

বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে এগিয়ে এগিয়ে থাকার খবর আসার শুরু মধ্যেই বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য ঘিরে প্রবল শোরগোল রাজনৈতিক মহলে। তিনি বলেন, “আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি।“ রাজনৈতিক মহলের মতে, গেরুয়া শিবিরে দিলীপ ঘোষই বাস্তবটা আগে বুঝলেন।


কী বলেন দিলীপ?
“‌আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি। রাহুল গান্ধী ৩০–৪০টা ভোট হেরেছেন। তিনি রিজেক্ট হয়ে গিয়েছেন একপ্রকার। তাঁর কথাবার্তার থেকে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত বলে মনে হয় আমার। নেতৃত্বে মানুষ স্বীকার করবে কি না, পার্টি স্বীকার করবে কি না এক কথা, আর সময়ের স্বীকার করা অন্য কথা।’ “

এই মুহূর্তে রাজ্যে বিজেপির কোনও পদে নেই দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গত লোকসভা নির্বাচনে তাঁকে খড়্গপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করায় তাঁর সঙ্গে অন্যায় হয়েছে বলে সরব হয়েছিলেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। লোকসভা ভোটে হারার পর থেকে রাজ্য বিজেপির সঙ্গে দিলীপের তেমন সখ্যতার ছবি কখনই সামনে আসেনি। এই উপনির্বাচনেও তেমন সক্রিয় ছিলেন না দিলীপ। দিল্লির বিজেপি নেতারা যখন বাংলায় সভা করছেন, তখন দিলীপ ছিলেন নিজের চা চক্রে। এবার তাঁর মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশংসায় নানা জল্পনা রাজনৈতিক মহলে।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) এখন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর নেতৃত্বে ২০২৪-এর লোকসভা নির্বাচনে কিছুটা ভালো জায়গায় গিয়েছে কংগ্রেস। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক নিজের রেকর্ডই ভেঙে বিপুল ভোটে জিতে সাংসদ হয়েছেন। তাঁর সেনাপতিত্বে তৃণমূল এখন বিরোধীদের মধ্যে তৃতীয় বৃহত্তম দল। সেখানে দিলীপ ঘোষের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।








Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version