Wednesday, August 20, 2025

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

Date:

Share post:

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই ‘কালা কানুন’ পেশের আগেই চড়া সুরে তোপ দাগল তৃণমূল কংগ্রেস। সমাজ মাধ্যমে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ। তারা কেবল ক্ষমতা, সম্পদ এবং নিয়ন্ত্রণ অর্জনে আগ্রহী। এই স্বৈরাচার মানবে না ইন্ডিয়া।

এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, দেশের সমস্ত বিরোধী দল এবং সমগ্র জাতির সমর্থন থাকা সত্ত্বেও, কেন্দ্রীয় সরকারের এখনও পাক অধিকৃত জম্মু-কাশ্মীর পুনরুদ্ধার করার সাহস দেখাতে পারেনি। তারা শুধু ফাঁকা আওয়াজ দিয়েই ক্ষান্ত। যখন ভারতের সার্বভৌমত্ব রক্ষা, দেশের সীমান্ত রক্ষা এবং শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করার দরকার, তখন তারা কোনও বাস্তব সংকল্প দেখাতে পারে না।

অভিষেক বলেন, আমরা এই কর্তৃত্ববাদী মনোভাবের তীব্র নিন্দা জানাই এবং এই কঠোর সাংবিধানিক সংশোধনী বিল পেশের তীব্র বিরোধিতা করি। কেন্দ্রের সরকার জনগণকে ত্রাণ প্রদান এবং কৃষক, শ্রমিক ও দরিদ্রদের প্রকৃত উন্নয়নের পথ দেখাতে ব্যর্থ। জাতির সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই সরকার।

অভিষেকের আরও সংযোজন, এসআইআর বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে অপব্যবহার করতে চেয়েছে কেন্দ্র। সেই প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর, সরকার এখন আরেকটি ‘ই’-ইডি সক্রিয় করেছে, যা বিরোধী নেতাদের লক্ষ্য করে আইন প্রণয়ন করবে। বিজেপি চায় গণতন্ত্রকে চূর্ণ করে দিতে এবং রাজ্য সরকারগুলিকে উৎখাত করে জনমতকে পদদলিত করতে।

তিনি বলেন, এই সরকার জনবিরোধী, কৃষকবিরোধী, দরিদ্রবিরোধী, এসসি, এসটি-বিরোধী, ওবিসি-বিরোধী, ফেডারেলবিরোধী এবং সর্বোপরি ভারতবিরোধী হিসেবে প্রমাণ করেছে। বিজেপিকে একটি ভোট দেওয়া মানে ভারতের আত্মাকে বিক্রি করা। তারা আমাদের দেশের সংবিধান বিক্রি করছে এবং ভারতকে অযোগ্য উগ্র স্বৈরশাসকদের হাতে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে পরিচালিত হতে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই ধ্বংসাত্মক ক্রিয়াকলাপের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, গান্ধী এবং আম্বেদকরের আদর্শের উপর নির্মিত ভারত স্বৈরশাসক এবং ক্ষমতালোভী শাসকের কাছে তার আত্মাকে সমর্পণ করবে না।

 

spot_img

Related articles

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...