Thursday, August 28, 2025

আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃতের নাম আবদুল রহমান।হয়।আলিয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন আবদুল।বছর চব্বিশের ওই পড়ুয়ার বাড়ি মালদার বৈষ্ণবনগরে। গতকাল রাত সাতে সাতটা নাগাদ আলিয়া বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ১৮ তলা থেকে তার দেহ উদ্ধার মালদার এই যুবক আলিয়া বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থেকে পড়াশোনা করতেন।

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় আবদুলকে প্রথমে ডাকাডাকি করেন সহপাঠীরা। কিন্তু, অনেক ডাকাডাকি করেও তার কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি।এরপর দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ দেখতে পান সহপাঠীরা। খবর পেয়ে আসে টেকনোসিটি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে রেকজুয়ানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমিকার সঙ্গে মলোমালিন্য হয়েছিল আবদুলের। তার জেরেই আত্মহত্যা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।আবদুলের সহপাঠীদেরও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।

মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেয় পুলিশই। পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ জানানো হয়নি। তবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানা গিয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version