Friday, December 19, 2025

দিন-রাতের টেস্ট হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের র‍্যাঙ্কিং-এ ধাক্কা ভারতীয় দলের

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারে ভারতীয় দল। পারথে টিম ইন্ডিয়া দাপট দেখালেও অ্যাডিলেডে একেবারেই ব্যর্থ ভারতীয় দল। অজিদের কাছে কার্যত স্বেচ্ছায় আত্মসমর্পন করে টিম ইন্ডিয়া। আর এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছানোর দৌড়ে পিছিয়ে গেলেন রোহিত শর্মারা। দিন-রাতের টেস্ট হেরে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান হারাল ভারত। সেই জায়গায় চলে আসে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে প্যাট কামিন্সরা। তৃতীয় স্থানে নেমে গেল ভারত।

এদিন অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত ১৪টি টেস্ট খেলে ন’টিতে জয় পেয়েছে অজিরা, একটি ড্র করেছে। ১০২ পয়েন্ট অস্ট্রেলিয়ার। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ন’টি টেস্ট খেলে তাদের পাঁচটি জয়, একটি ড্র। সম্ভাব্য সর্বোচ্চ ১০৮ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৬৪ পয়েন্ট। তৃতীয় স্থানে নেমে গেল ভারত। ১৬টি টেস্ট খেলার পর টিম ইন্ডিয়ার জয় ন’টিতে এবং হার দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১০। শতাংশের হিসাবে ৫৭.২৯। এই পয়েন্ট শতাংশের নিরিখে শীর্ষে থাকা দু’দল টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ পাবে।

এদিন বর্ডার-গাভাস্কর ট্রফিতে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে হারল ভারতীয় দল। পিঙ্কবল টেস্টে অজিদের কাছে ১০ উইকেটে হারল রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে ১৭৫ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ রান নীতিশ রেড্ডির । ৪২ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দাপট অধিনায়ক প্যাট কামিন্সের। একাই নেন ৫ উইকেট। অজিদের জয়ের জন্য দরকার ছিল ১৯ রান । তা সহযে তুলে নেয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন- আজ বাগানের সামনে নর্থইস্ট, ডুরান্ড চ্যাম্পিয়নদের হারিয়ে শীর্ষস্থান পুনর্দখলে মরিয়া মোহনবাগান

 


spot_img

Related articles

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...

আইএসএল আয়োজনে উদ্যোগী ক্লাব জোট রূপরেখা পাঠাল দিল্লিতে, ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

আইএসএল করার রূপরেখা তৈরি করে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে  চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২ ক্লাবের সম্মিলিত জোট। ...

প্রেসক্রিপশনের স্বচ্ছতা বজায় রাখতে নয়া অ্যাপ আনছে রাজ্য

স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বারবার বলা সত্ত্বেও রাখা হচ্ছে না প্রেসক্রিপশনের সচ্ছতা। এবার অনিয়ম রুখতে নয়া...

বাংলাদেশ এখন জিহাদিস্তান! হিংসাত্মক তাণ্ডবের তীব্র নিন্দা তসলিমার

মৌলবাদী ও জেহাদিদের বিক্ষোভে ফের উত্তাল বাংলাদেশ। ছাত্রনেতা হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অশান্তি চরমে। প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে...